কলকাতা: চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন। ঘোষণা করলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এখন থেকে প্রতি সপ্তাহে দু’দিন করে লকডাউন হবে। তবে প্রতি সপ্তাহে দিন বদলে যেতে পারে। সেটা আগাম জানিয়ে দেবে সরকার।
করোনা ভাইরাসের সংক্রমণ লাগাতার বেড়েই চলেছে রাজ্যে। ফের রাজ্যে রেকর্ড গড়েছে করোনায় মৃত্যু এবং সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২২৭৮ জন সংক্রামিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। এর আগে ২৪ ঘণ্টায় এত সংখ্যক সংক্রামিত এবং মৃত্যু, কোনওটিই হয়নি।
রাজ্যের কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনটাই জানালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। একথা মাথায় রেখেই চলতি সপ্তাহে দু’দিন গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হল। আগামী সোমবার আবার বৈঠক করে লকডাউনের দিন ঠিক করা হবে। আপাতত আগামী সপ্তাহে বুধবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকছে বলে জানান স্বরাষ্ট্র সচিব।