Exclusive

তালাবন্ধ পাইকারি সবজি বাজার, প্রশাসনের মুখে কুলুপ

অমিতকুমার রায়, হলদিবাড়ি: আর ক’দিন বাদেই পুরোদমে শুরু হবে টমেটো ও লংকার মরশুম। মরশুম শুরু হতে চললেও আজও তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হলদিবাড়ি পাইকারি সবজি বাজার। প্রশাসনিক তৎপরতার অভাবে চার বছরের অধিক সময় অতিক্রান্ত হলেও বাজারটি চালু করা সম্ভব হয়নি। বণ্টন হয়নি একটিও স্টল। দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে নষ্ট হতে বসেছে কৃষকদের স্বার্থে নির্মিত পুরো বাজারটি। চুরি হয়ে যাচ্ছে মূল্যবান বিদ্যুতের যন্ত্রাংশ।

অন্যদিকে বাজারটি চালু না হওয়ার ফলে বিগত বছরের মতো এ বছরও হলদিবাড়ি শহরের বাজার চত্বরে বসবে টমেটো ও লংকার পাইকারি বাজার। যানজটের দুর্ভোগে পড়তে হবে বাজারে আসা সাধারণ মানুষ থেকে ক্রেতা ও বিক্রেতাদের। হলদিবাড়ি শহরের উপকণ্ঠে কৃষি ফার্মের জমিতে তৈরি করা হয়েছে ওই বাজার। নিয়ন্ত্রিত বাজার কমিটির তত্ত্বাবধানে ২০১৮ সালে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এর নির্মাণকাজ শুরু হয়। বাজারটি ১২টি ব্লকে ভাগ করে মোট ৬৪টি ছোট-বড় স্টল তৈরি করা হয়েছে। পানীয় জল, শৌচাগার থেকে বিদ্যুৎ পরিষেবা রয়েছে এই বাজারে।

স্পেশাল ল্যান্ড অ্যাকুইজিশন অনুযায়ী নির্ধারিত সেলামি ও স্টলের আকাশচুম্বী ভাড়া নিয়ে ব্যবসায়ীদের আপত্তিতে বাজারটি চালু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে দাবি ব্লক প্রশাসনের। ব্যবসায়ীরা সেলামি বাবদ টাকা দিতে সম্মত হলেও মাসিক ভাড়া দিতে আপত্তি রয়েছে। অল ইন্ডিয়া কিষান ও খেতমজুর সংগঠনের হলদিবাড়ি ব্লক কমিটির সম্পাদক সাত্তার সরকার বলেন, ‘বর্তমান রাজ্য সরকার কৃষক দরদের নামে কৃষকদের সর্বনাশ করছে।’ বিজেপির দক্ষিণ মণ্ডল সভাপতি দীনবন্ধু রায় বলেন, ‘উন্নয়নের নামে সরকারি অর্থের অপচয় করে তোলামূলের পকেট ভরছে।’ ফরওয়ার্ড ব্লকের লোকাল কমিটির সম্পাদক কমলকুমার রায় বলেন, ‘পরিষেবা নয়, উন্নয়নের নামে বড় বড় অট্টালিকা ও ইমারত তৈরি করা হল তৃণমূল সরকারের মূল লক্ষ্য।’ বাজারটি চালু করার বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছে জেলা কৃষি বিপণন দপ্তর। তাই এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ দপ্তরের আধিকারিকরা। হলদিবাড়ির বিডিও রেনজি লামো শেরপা ফোন না ধরায় তাঁর বক্তব্য মেলেনি।

Mouli Majumder

Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Raiganj | স্বামীর পরকীয়ার প্রতিবাদ করার পরই নিখোঁজ বধূ, খুনের আশঙ্কা পরিবারের

রায়গঞ্জ: স্বামীর পরকীয়ার প্রতিবাদ করার পর থেকেই নিখোঁজ স্ত্রী। রায়গঞ্জের মেরুয়াল এলাকার ঘটনা। নিখোঁজ মহিলার…

6 hours ago

Telangana | অমিত শাহের ভিডিও বিকৃতির জের, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন দিল্লি পুলিশের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ-র বিকৃত করা ভিডিও তেলেঙ্গানা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া…

8 hours ago

Narendra Modi | বাতিল শা’র সভা, ৩ মে নির্বাচনি প্রচারে কৃষ্ণনগরে আসছেন মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১৩ মে চতুর্থ দফায় লোকসভা ভোট (Lok Sabha Election 2024)…

8 hours ago

CM Mamata Banerjee | ‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি’, জোটকে কটাক্ষ মমতার

খড়গ্রাম: দেশের সর্বোচ্চ আদালত যখন নিয়োগ দুর্নীতিতে রাজ্যকে ধাক্কা দিল, ঠিক তখন মুর্শিদাবাদের খড়গ্রামের নির্বাচনি…

9 hours ago

TMC | নির্বাচনি আচরণবিধির পরোয়া নেই, সরকারি প্রকল্পের উদ্বোধন করছেন তৃণমূলনেত্রী

হরিশ্চন্দ্রপুর: নির্বাচনি আচরণবিধি চলছে। কিন্তু তা তোয়াক্কা করছেন না তৃণমূলের ব্লক সভানেত্রী তথা জেলা পরিষদের…

10 hours ago

Govt Ambulance | সরকারি অ্যাম্বুল্যান্সের সংখ্যা কম, ক্ষোভ উত্তর দিনাজপুরে

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur) সরকারি অ্যাম্বুল্যান্স (Govt Ambulance) সংখ্যায় অনেক কম। গোদের…

10 hours ago

This website uses cookies.