রাজ্য

Lok sabha election 2024 | লোকসভার তুলনায় কম ভোট পড়েছে বরাহনগর-ভগবানগোলা বিধানসভায়! উঠেছে প্রশ্ন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের দুটি কেন্দ্রে হয়েছে বিধানসভা উপনির্বাচন। এই দুটি কেন্দ্রের একটি বরাহনগর অপরটি হল ভগবানগোলা। কিন্তু আশ্চর্যের বিষয়, একই সঙ্গে বিধানসভা-লোকসভার ভোট হলেও ভোটের হারের ফারাক নজরে এল দুই কেন্দ্রেই। কী ভাবে লোকসভায় ভোট বেশি পড়ল? বিধানসভা কেন্দ্রে কী ভাবে কমে গেল ভোটের হার? বাংলার দুই কেন্দ্রেই উপনির্বাচনে ভোটের হার নিয়ে উঠেছে প্রশ্ন।

বরাহনগর বিধানসভা রয়েছে দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে এবং ভগবানগোলা বিধানসভা রয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে। এই দু’টি বিধানসভাতেই এ বার উপনির্বাচন হয়েছে। ভোট শেষে নির্বাচন কমিশনের পরিসংখ্যানে দেখা গিয়েছে, বরাহনগর এবং ভগবানগোলা এই দুই কেন্দ্রেই উপনির্বাচনে ভোটের হার লোকসভায় ভোটের হারের চেয়ে কম। একই বিধানসভা কেন্দ্রে ভোটের হারে কী ভাবে এই তারতম্য হল, তা স্পষ্ট নয়।

কমিশনের তথ্য অনুযায়ী, বরাহনগরের উপনির্বাচনে ভোট পড়েছে ৭৩.১৮ শতাংশ। আবার, দমদম লোকসভার ভোটের পরিসংখ্যান বলছে, ওই বিধানসভা কেন্দ্র থেকে লোকসভায় ভোট পড়েছে ৭৩.২৩ শতাংশ। ভোটের তারতম্য ০.৫ শতাংশ। একই ভাবে, তৃতীয় দফায় ভগবানগোলার উপনির্বাচনে ভোট পড়েছে ৮০.০৭ শতাংশ। আবার, মুর্শিদাবাদ লোকসভার ভোটের পরিসংখ্যান বলছে, ওই বিধানসভা কেন্দ্র থেকে লোকসভায় ভোট পড়েছে ৮০.২৬ শতাংশ। ভোটের তারতম্য ০.১৯ শতাংশ। লোকসভা কেন্দ্রের নিরিখে ০.৫ শতাংশ কিংবা ০.১৯ শতাংশ ভোট আদৌ কম নয়।

প্রাথমিক ভাবে বিশেষজ্ঞরা মনে করছেন, বুথে গিয়ে কোনও কোনও ভোটার লোকসভার ইভিএমে বোতাম টিপে ভোট দিলেও, ভুলবশত বিধানসভা উপনির্বাচনের ইভিএমের বোতামে চাপ দেননি। তার ফলে দু’টি ভোটের হারে পার্থক্য তৈরি হয়েছে। তবে সেই সম্ভাবনা কম। যে পদ্ধতিতে লোকসভা এবং বিধানসভার উপনির্বাচনে একসঙ্গে ভোটগ্রহণ হয়েছে, তাতে উভয় ক্ষেত্রেই ভোটের হার সমান হওয়ার কথা। কী ভাবে এই তারতম্য হল, সেটা নিয়েই প্রশ্ন উঠছে।

Uttarbanga Sambad

Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Recent Posts

Changrabandha | চ্যাংরাবান্ধায় নির্বাচন হল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের, সর্বাধিক ভোট পেলেন মনোজ কানু

চ্যাংরাবান্ধাঃ পুরোনো কমিটির মেয়াদ শেষ। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন হল চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের। এই…

9 hours ago

Coochbehar | বিজেপি ছাড়লেন প্রধান সহ ৩ সদস্য, তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

কোচবিহারঃ কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি হারতেই বিজেপির হাতে থাকা একের পর এক পঞ্চায়েত দখল করছে…

9 hours ago

Puri Rath Yatra | শ্রীক্ষেত্র পুরীতে চাকা গড়ালো রথের, কাল মাসির বাড়ি পৌঁছবেন মহাপ্রভু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জগন্নাথদেবের (Lord Jagannath) রথযাত্রায় মাতল শ্রীক্ষেত্র পুরী।  শ্রী মন্দির থেকে মাসির…

10 hours ago

Durgapur | মায়ের সঙ্গে কথা বলেই…! বেঙ্গালুরুর নার্সিং কলেজ হস্টেলে আত্মঘাতী দুর্গাপুরের তরুণী

দুর্গাপুরঃ নার্সিং পড়তে গিয়ে ভিনরাজ্যে রহস্যজনকভাবে মৃত্যু হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার গোপালুপরের এক…

10 hours ago

India-Zimbabwe | ২২ গজে অভিষেকের তাণ্ডব! জিম্বাবোয়েকে ১০০ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে ১৩ রানে হেরে গিয়েছিল ভারত। রবিবার…

11 hours ago

Flood-Landslide in Nepal | বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল, তিনদিনে মৃত ১৪

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে…

12 hours ago

This website uses cookies.