রাজ্য

Lok sabha election 2024 | খোলেনি ভুটান গেট, ভোটের বিন্দুমাত্রও ছোঁয়া লাগেনি নাগরাকাটার জিতি চা বাগানে

নাগরাকাটাঃ পুরোনো ভুটান গেট খুলে দিতে পারেনি কেউ। তাই নির্বাচনি প্রচার শেষ হওয়ার এক দিন আগেও ভোট প্রচারে যাওয়ার সাহস হয়নি কারও। নেই কোনও দলের পতাকাও। ফ্লেক্স, দেওয়াল লিখন তো দূর অস্ত, ভুটান সীমান্ত নাগরাকাটার জিতি চা বাগা্নে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে ছন্দপতনের ছবি একদম স্পষ্ট। ভোট নিয়ে চূড়ান্ত নির্লিপ্ত ওই সীমান্তের বাসিন্দারা। নিজেদের ভবিষ্যৎ নিয়েই বেশি চিন্তিত।

এককালের উন্মুক্ত ওই সীমান্ত বরাবর এখন তারজালির বেড়া। যে স্থানে আগে ভুটান গেট ছিল সেটাও প্রতিবেশী দেশ করোনা সংকটের সময় পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয়। এলাকার বাসিন্দাদের আপত্তিতে ওইটুকু অংশ স্থায়ীভাবে বন্ধ হয়নি। তবে বাঁশের বেড়া দিয়ে গেটের অংশ তালা মেরে রাখা হয়েছে। গহেরা লাইন নামে একটি শ্রমিক মহল্লায় নতুন একটি স্থায়ী গেট চালু হলেও তা দিয়ে দু’দেশের বাসিন্দাদের আর আগের মতো অবাধ যাতায়াত নেই। এতে লাটে উঠেছে ব্যবসাপত্র। অনেকেই পাততাড়ি গুটিয়ে পুরোনো আস্তানায় তালা মেরে নতুন জীবনের সন্ধানে পাড়ি দিয়েছেন অন্যত্র। যারা পারেননি তাঁরা রয়ে গেছেন সুদিন ফেরার ভরসায়।

ভুটানের জিতিটার, শিবচু, চারঘোরে, পিঞ্জলি, গোলা, হাঙ্গের মতো একাধিক স্থান থেকে সে দেশের বাসিন্দারা এসে জিতি-র সীমান্তে এক সময় কেনাকাটা করতেন। প্রতি সপ্তাহের রবিবার হাট বসত। গমগম করতো গোটা এলাকা। এখন সেখানে শুধুই শ্মশানের নিস্তব্ধতা। মঙ্গলবারের বারবেলায় উদাসী চোখে তারজালির বেড়ার দিকে তাকিয়ে ছিলেন মেহবুব হুসেন নামে এক স্থানীয়। ভোটের কী বুঝছেন? প্রশ্ন ছুঁড়তেই জবাব, এখানে কেউ আসেনি। নেতা, মন্ত্রী তো দূরের কথা। কোনও দলের কর্মীদেরও দেখিনি। নির্বাচন আসবে যাবে। আমাদের সমস্যার সমাধান কবে হবে এটাই সবথেকে বড় প্রশ্ন। আলাপ একটু জমতেই ধীরে ধীরে দু-চারজনের ভিড় জমতে শুরু করে সেই বাঁশ দিয়ে আটকে রাখা গেটের সামনেই।

মহম্মদ ফিরোজ নামে এক বাসিন্দা বলেন, রমরমিয়ে দোকান চলত। অনেকে ভুটানে গিয়ে শ্রমিকের কাজ করতো। একটা সময় এখানে একে অপরের সঙ্গে কথা বলার সময়টুকুও থাকতো না। অথচ অদৃষ্টের পরিহাসে আজ কী হয়েছে দেখুন। চোখের কোণ চিকচিক করে ওঠে মধ্য চল্লিশের ওই ব্যবসায়ীর। সুনীল প্রসাদ নামে এক ব্যবসায়ী বসেছিলেন নিজের প্রায় শূন্য গালামালের দোকানে। সেদিকেই এগোতে খানিকটা স্বগতোক্তির ঢঙেই বলে ওঠেন, বহু দোকান বন্ধ হয়ে গেছে। এখনও স্বপ্ন দেখি ফের সুদিন ফিরবে। সেই ভরসাতে সঞ্চয় ভাঙিয়ে দিন কাটাচ্ছি। প্লাস্টিকের আচ্ছাদনের নীচে কয়েকজনের সঙ্গে বসে তাস পেটাতে ব্যস্ত ছিলেন হদ্দ বেকার বিনোদ বাগোয়ার নামে এক যুবক। ট্রাম্প কার্ড ফেলতে গিয়েও থেমে যান। বলে ওঠেন, “ভুটানে কাজে গেলে আগে দুটো টাকার মুখ দেখতাম। ৪ বছর ধরে কীভাবে যে সংসার চলছে তা একমাত্র ঈশ্বরই জানেন”। কাছেই দাঁড়ানো কামতা প্রসাদ নামে এক  ব্যবসায়ীর কন্ঠে আক্ষেপ, “কত জনকেই না বললাম এই গেট খোলার ব্যবস্থা করে দিন। প্রতিশ্রুতিই সার। কেউ কথা রাখেনি।

আর কী বলছেন নেতারা? বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ ভুজেলের কথায়, “এটা আন্তর্জাতিক বিষয়। আমাদের মন্ত্রী জন বারলা চেষ্টা করেছিলেন। ভোটের পর ফের এটা নিয়ে যথাস্থানে দরবার করব। সমস্যার সমাধানে আশাবাদী”। তৃণমূল কংগ্রেসের নাগরাকাটা ব্লক কমিটির সভাপতি প্রেম ছেত্রীর কথায়, “জিতি সীমান্তের বাসিন্দাদের দুর্ভোগ যে এখন সীমাহীন তা নিয়ে সংশয় নেই। কেন্দ্রের শাসকদল বিজেপি এটা নিয়ে কিছুই করল না। ভোট পর্ব মিটে গেলেই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে”। সীমান্তের গোপাল লাইনের প্রাথমিক স্কুলের বুথে শুক্রবার সকাল থেকেই ইভিএমের বোতাম চাপার শব্দ শোনা যাবে বটে। তবে একবুক যন্ত্রণা আর অসন্তোষকে সঙ্গী করে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Sex Worker | ঘরের বৌকে যৌনকর্মী হতে চাপ! কাঠগড়ায় স্বামী-শাশুড়ি

শিলিগুড়ি: সন্তান জন্মের পর থেকেই বাড়ির বৌকে যৌন ব্যবসায় নামানোর জন্য চাপ দিচ্ছেন খোদ স্বামী…

33 mins ago

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান…

2 hours ago

Manikchak | তৃণমূল অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় কংগ্রেস

মানিকচক: তৃণমূল (TMC) অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। মালদার মানিকচকের…

3 hours ago

Mamata Banerjee | সিপিএমের সঙ্গে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন শুভেন্দু-শিশির! নাম না করেই বিস্ফোরক ইঙ্গিত মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রাম গণহত্যা নিয়ে ফের বিস্ফোরক মমতা। এবার নাম না করে…

3 hours ago

Malda news | নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

মালদা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। এছাড়া…

3 hours ago

Abhijit Ganguli | মমতাকে নিয়ে ফের ‘কুকথা’ অভিজিতের! তৃণমূলের অভিযোগে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচারপতির চেয়ার ছেড়ে জনতার দরবারে হাজির হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)।…

4 hours ago

This website uses cookies.