Exclusive

Lok Sabha Election 2024 | প্রার্থী দিতে চায় কংগ্রেস, আলিপুরদুয়ারে একসঙ্গে লড়াইয়ের বার্তা বামফ্রন্টের

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: ইন্ডিয়া (INDIA) জোট ধোপে টেকেনি। তবে রাজ্যে বাম-কংগ্রেস জোটের কী হাল হবে, সেটা এখনও বোঝা যাচ্ছে না। আসন সমঝোতা নিয়ে স্পষ্ট কোনও বার্তা দিচ্ছে না কোনও দলের নেতৃত্বই। এরই মাঝে আলিপুরদুয়ার লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামেরা। সেই প্রার্থীকে কংগ্রেস কি সমর্থন করবে? সেটাই এখন আলিপুরদুয়ার জেলার রাজনৈতিক মহলের চর্চার বিষয়।

রবিবার আলিপুরদুয়ার (Alipurduar) লোকসভা আসনে বামেদের প্রার্থী হিসেবে মিলি ওরাওঁয়ের নাম ঘোষণা করা হয়। তারপরই জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আলিপুরদুয়ার আসনে তারাও প্রার্থী দিতে চলেছে। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এব্যাপারে এখনও কিছু বলেনি ঠিকই, তবে এই খবরে বাম ও কংগ্রেসের মধ্যে নতুন করে জট তৈরি হয়েছে। হাত শিবির আলিপুরদুয়ার আসনে সমঝোতা থেকে সরে আসার কথা বললেও বামেরা আবার কিন্তু একসঙ্গে লড়ার বার্তা দিচ্ছে।

জেলা কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি শান্তনু দেবনাথ বলেন, ‘আলিপুরদুয়ার আসনে আদিবাসী ভোট বেশি। এই আদিবাসীদের ভোট কংগ্রেসের ঝুলিতে পড়ার সম্ভাবনাও বেশি রয়েছে। বেশ কয়েকটি আদিবাসী সংগঠন আমাদের সমর্থন করার কথাও জানিয়েছে। সেজন্যই এই আসনে আমরা প্রার্থী দিতে চাই।’

শান্তনু জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস (Congress) থেকেও নাকি তাঁকে এই বিষয়টিতে সবুজ সংকেত দেওয়া হয়েছে। জেলা কংগ্রেস নেতারা ইতিমধ্যেই প্রার্থীর ব্যাপারে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। জেলা কংগ্রেস থেকে কয়েকজনের নাম প্রস্তাব করে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। সেই নামগুলোর মধ্যে থেকেই কোনও একটি নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা।

গত লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) বাম এবং কংগ্রেস এই আসনে আলাদাভাবে লড়াই করেছিল। তবে দুই দলের ঝুলিতে খুব বেশি ভোট পড়েনি। বামেরা ৩.৯১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় এবং কংগ্রেস ১.৯৯ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে ছিল। এবছর আসন সমঝোতা হলে বেশি ভোট পড়ার সম্ভাবনা থাকত। কংগ্রেস জেলা সভাপতির বক্তব্যের পর সে সম্ভাবনাও কি তাহলে বিশবাঁও জলে? রাজনৈতিক মহলে এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে।

বাম নেতারা বলছেন, তৃণমূল-বিজেপির সঙ্গে তাঁদের ত্রিমুখী লড়াই হবে। তবে কংগ্রেসের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তাঁরা এই মু্হূর্তে প্রকাশ্যে খুব বেশি কিছু বলতে নারাজ। জেলা বামফ্রন্টের আহ্বায়ক কিশোর দাসের সাবধানি মন্তব্য, ‘জেলা কংগ্রেস চাইলেই তো আর প্রার্থী দিতে পারবে না। সেটা প্রদেশ কংগ্রেস ঠিক করবে। তাঁরা প্রার্থী দেবেন কি না, সেই নিয়ে তো আমরা কিছু বলতে পারি না।’ তবে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে সবাই একসঙ্গে লড়াই করলে ভালো ফল পাওয়া যেতে পারে বলে তিনিও মনে করছেন।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Noida | ‘কিডন্যাপিং’ রিল শুট করতে গিয়ে বিপত্তি! পুলিশের হাতে গ্রেপ্তার তিন যুবক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক যুবকের হাত বেঁধে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছেন অপর…

20 seconds ago

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে নজরকাড়া সাফল্য, ভবিষ্যতে লোকো পাইলট হওয়ার স্বপ্ন জ্যোতির

গাজোল: উচ্চমাধ্যমিকে ৪৭৭ নম্বর পেয়ে তাক লাগিয়েছে নিম্নবিত্ত পরিবারের মেয়ে জ্যোতি রায়। শ্যামসুখী বালিকা বিদ্যালয়ের…

12 mins ago

Siliguri | পলিব্যাগ বন্ধে টাস্ক ফোর্স গঠন

শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri) পলিব্যাগ বন্ধ করতে ফের একবার উদ্যোগী হচ্ছে শিলিগুড়ি পুরনিগম (Siliguri Municipal Corporation)।…

15 mins ago

Tufanganj | সালিশি সভায় মারধরের অভিযোগ, রাজ্য সড়কে শুয়ে প্রতিবাদ মহিলার

তুফানগঞ্জ: সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে সালিশি সভায় এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল…

18 mins ago

Cyclone Remal | আয়লা-আমপানের পর এবার ‘রেমাল’, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০০৯ সালের ২৫ মে সুন্দরবন তছনছ করেছিল আয়লা। ২০২০ সালের ২০…

26 mins ago

Electrocution | ডাম্পারের ডালা হাইভোল্টেজ তারে লেগে যাওয়ায় বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল চালকের

ওদলাবাড়িঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ডাম্পার চালকের। মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ওদলাবাড়ির ঘিস…

30 mins ago

This website uses cookies.