Breaking News

Lok Sabha Election 2024 | ষষ্ঠ দফা নির্বাচনে অশান্ত দক্ষিণবঙ্গ, হিরণকে বাধা! অভিজিৎকে ঘিরে বিক্ষোভ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার দেশজুড়ে শুরু হয়েছে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। মোট ৮ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ আসনে ভোট। পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা আসনেও একইসঙ্গে ভোট হচ্ছে। আসনগুলি হল তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর। এদিন ভোট শুরুর পর থেকেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে।

ষষ্ঠ দফা ভোটের আগে তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলে তৃণমূল (TMC) কর্মীকে খুনের অভিযোগ উঠল। অন্যদিকে, এই লোকসভা কেন্দ্রের ময়নায় আরও এক তৃণমূল কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল। তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’ক্ষেত্রেই অভিযোগের তির বিজেপির দিকে। তবে বিজেপি সব অভিযোগ অস্বীকার করেছে। পালটা বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই খুন।

এই পরিস্থিতির মধ্যে এদিন সকালে বিক্ষোভের মুখে পড়েন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। তাঁকে ঘিরে দেওয়া হল ‘চোর’ স্লোগান। ভোট শুরু হওয়ার কিছু আগে বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন তমলুকের বিজেপি প্রার্থী। হলদিয়ার ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। দিঘাসিপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রক্রিয়া দেখতে গিয়েছিলেন অভিজিৎ। সেখানে তাঁকে ‘চোর’ স্লোগান দেওয়ায় পাশাপাশি ‘বিজেপি হটাও’ বলেও স্লোগান দেওয়া হয়েছে। কিছুক্ষণের জন্য ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই বুথের আশেপাশে। তারপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিরাপত্তারক্ষীরা সেখান থেকে বের করে নিয়ে যান।

হলদিয়ায় ২২৭ নম্বর বুথের সিপিএম এজেন্টকে অপহরণের অভিযোগ উঠেছে। প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নয়ন প্রামাণিক এবং আশিস প্রামাণিক নামের দুই এজেন্টকে ভোট সাড়ে ৫টা থেকে পাওয়া যাচ্ছে না।

এদিকে ঝাড়গ্রামে ভোটের দিন সকালে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত যুবকের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ চট্টাপাধ্যায়কে আটকাল পুলিশ! হিরণের কনভয়ে গাড়ির সংখ্যা বেশি বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী।

নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে সেতু ভাঙার অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগ, গ্রাম থেকে মানুষ যাতে বুথ পর্যন্ত পৌঁছোতে না পারেন, তাই সংযোগকারী সেতু ভেঙে ফেলা হয়েছে। তাতে ভোটাররা সমস্যায় পড়েছেন। যদিও সেতু ভাঙার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

রঘুনাথপুরের পাঁচটি বুথে ইভিএম এবং ভিভিপ্যাটে বিজেপির ট্যাগ লাগানো রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে রাজ্যের শাসকদল।

ভোটের সকালে প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে কটাক্ষ সুজাতা মণ্ডলের। বলেন, ‘ওঁকে আমি প্রতিপক্ষ বলে মনেই করি না। ১০ বছর সাংসদ থাকার পরেও কোনও কাজ করেননি। করোনার সময়ও পাশে থাকেননি কারও। বিষ্ণুপুরের মানুষ ওঁকে এবার বিদায় দেবেন।’

ষষ্ঠ দফায় রাজ্যে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত যা সর্বোচ্চ। প্রতিটি বুথে ওয়েব কাস্টিং চলছে। কোথায় কী ভাবে ভোট হচ্ছে, কলকাতার অফিসে বসেই তা দেখতে পাচ্ছেন কমিশনের আধিকারিকেরা। এদিন সকাল ৯টা পর্যন্ত কমিশনে মোট ৩৬৪টি অভিযোগ জমা পড়েছে। সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে সিপিএমের তরফ থেকে। তারা ৩৮টি অভিযোগ করেছে। বিজেপি করেছে ৩০টি অভিযোগ।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

বক্সিরহাট, ২৬ জুন: আন্তর্জাতিক মাদক বর্জন দিবসের আগেই সাফল্য পেল বক্সিরহাট থানার পুলিশ। পাচারের পথে…

20 mins ago

Kenya | অগ্নিগর্ভ কেনিয়া, জ্বলল সংসদ, মৃত্যু ৫ জনের, ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ কেনিয়া (Kenya)। মূল্যবৃদ্ধি ও বেকারত্বের সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে জেরবার জনগণ।…

33 mins ago

Om Birla | ধ্বনি ভোটে জয়, টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার পদে ওম বিড়লা

নয়াদিল্লি: ফের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। বুধবার ধ্বনি ভোটে তিনি এই পদে নির্বাচিত…

48 mins ago

Balurghat | আত্রেয়ীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ব্যক্তি, চলছে উদ্ধারকাজ

বালুরঘাট: আত্রেয়ীতে(Atreyi) সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, তলিয়ে যাওয়া ব্যক্তির নাম…

1 hour ago

NH-10 | প্রবল বর্ষণে লিকুভিরে ধস, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

শিলিগুড়ি: ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে…

2 hours ago

Copa America 2024 | মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকায় চিলিকে ১-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার ৪-৪-২ ছকে…

4 hours ago

This website uses cookies.