Breaking News

Live Update | উত্তরবঙ্গের ৩ আসনে শান্তিতেই শুরু ভোট গ্রহণ, সকাল সকাল ভোট দিলেন প্রার্থীরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  কিছু বুথে বিক্ষিপ্তভাবে ইভিএম বিভ্রাটের খবর ছাড়া মোটের উপর শান্তিতেই শুরু হয়েছে উত্তরবঙ্গের ৩ আসনে ভোট গ্রহণ। দার্জিলিং বালুরঘাট ও রায়গঞ্জ আসনে সকাল থেকে ভোটপর্ব শুরু হয়েছে। ৩ কেন্দ্রেই গত লোকসভা ভোটে জয়ী হয়েছে বিজেপি। এবার এই কেন্দ্রগুলিতে বিজেপির আসন ধরে রাখার লড়াই। লড়াইয়ে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, বিজেপির রাজু বিস্ট, কার্তিক চন্দ্র পাল, তৃণমূলের কৃষ্ণ কল্যাণী গোপাল লামারাও। তিনি আসনে প্রার্থী দিয়েছে বাম-কংগ্রেস জোটও। দার্জিলিং আসনে মুনীশ তামাং ও রায়গঞ্জ আসনে কংগ্রেসের তরুণ প্রার্থী আলি ইমরান রামজও পুরোদস্তুর ভোটের লড়াইয়ে আছেন।

সকাল সকাল মহেন্দ্রগঞ্জ এফপি স্কুলের ৮৩ নম্বর বুথে ভোট দেন প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী দীপা দাসমুন্সী। ইভিএম খারাপ থাকায় সেখানে কিছুক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ। সকাল সকাল ভোট দেন দার্জিলিং আসনের তৃণমূল প্রার্থী গোপাল লামা, বালুরঘাটের আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত।

  • বালুরঘাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৩০ নম্বর বুথে ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের অভিযোগ ভোটারদেরকে অহেতুক হয়রানি এবং মারধর করছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। যদিও তৃণমূলের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে প্রশাসন সূত্রে খবর।
  • ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ শিলিগুড়িতে। এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যা ঘিরে দুপক্ষের মধ্যে বচসা বেধে যায়। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরের ৫ নম্বর ওয়ার্ডের সমাজকল্যাণ বাল্মীকি বিদ্যালয় চত্বরে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি বিজেপির। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
  • ভোট চলাকালীন উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার তপনের পতিরামে। জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ বর্মনকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূলের তরফে ক্যাম্প বসানোর অভিযোগ তুলেছে বিজেপি। খবর পেয়ে সেই বুথে যান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। ঘটনাস্থলে পুলিশ পৌঁছোলে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত। উলটে তৃণমূলের উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি প্রার্থী। যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
  • শিলিগুড়ি নেতাজি হাইস্কুলের সামনে বচসায় জড়ালেন তৃণমূল ও বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, তৃণমূল কাউন্সিলার অভয়া বোস বিধিভঙ্গ করে নির্বাচন কেন্দ্রে ঘোরাফেরা করছিলেন। বিজেপির এক মহিলা নেত্রী বাধা দিলে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। দুই দলের কর্মীরাই বিধিভঙ্গ করেছেন কিনা, উত্তরে সকলেই অভিযোগ অস্বীকার করেন।
  • ভোটার লিস্টে নামই নেই! একই বুথে ভোট দিতে পারলেন না ৪৩ মহিলা ভোটার। হরিরামপুর বিবেকানন্দ বিদ্যাভবনের ৯৩ নম্বর বুথের ঘটনা।
  • বিক্ষোভের মুখে পড়লেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্ট। শিলিগুড়ি পুরনিগমের টিকিয়াপাড়া এলাকায় হঠাৎই তৃণমূল কাউন্সিলার সম্পৃতা দাসের নেতৃত্বে বিদায়ী সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যদিও বিক্ষোভকারীদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলেন রাজু বিস্ট। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
  • শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে হেমন্ত বসু কলোনি স্কুলে এক ভোটার ভোট দিতে গিয়ে দেখেন নিজের এবং পরিবারের নাম লিস্ট থেকে কাটা পড়েছে।
  • বাগডোগরার কেদারনাথ প্রাইমারি স্কুলে ছাপ্পা ভোটের অভিযোগ। শুক্রবার বাগডোগরা কেদারনাথ প্রাইমারি স্কুলের ২৫/৩৯ নম্বর বুথে পুষ্পা শর্মা নামে এক মহিলা ভোট দিতে যান। সেখানে গিয়ে জানতে পারেন তাঁর ভোট হয়ে গিয়েছে। একইরকম ভোটার কার্ড বানিয়ে ভুয়ো ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ।
  • পতিরামের পর এবার গঙ্গারামপুরে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে দেখে গো ব্যাক স্লোগান দেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। গঙ্গারামপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইন্দ্র নারায়ণপুর কলোনির ৪৮ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই সুকান্ত মজুমদার বুথে ঢোকার মুখে তৃণমূল-কর্মী সমর্থকরা তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে।
  • ভুয়ো ভোটারকে কেন্দ্র করে নকশালবাড়ি ২৫/৭৭ নম্বর বুথে ঝামেলা।
Sabyasachi Bhattacharya

Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

IPL | ধোনির চেন্নাইকে হারিয়ে আইপিএলের চতুর্থ দল হিসাবে শেষ চারে বেঙ্গালুরু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএলের চতুর্থ দল হিসাবে প্লে অফে উঠল বেঙ্গালুরু। বেঙ্গালুরু বনাম চেন্নাইয়ের…

8 hours ago

Siliguri | তিস্তায় জলস্তর বেড়ে আটক ২, উদ্ধারে শুরু তৎপরতা

শিলিগুড়ি: পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে তিস্তার জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটলো রংপোতে। নদীতে আটকে…

9 hours ago

Patiram | ঘুমের মধ্যেই বেহুঁশ করে চুরি, যাওয়ার আগে আইসক্রিম খেলো চোরের দল

পতিরাম: এ যেন ফিল্মি কায়দায় চুরি। পরিবারকে গ্যাস স্প্রে করে অচৈতন্য করে বাড়ির সর্বস্ব চুরি…

10 hours ago

Bomb Recovered | বিস্ফোরণের পর ফের উদ্ধার জারভর্তি বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

কালিয়াচক: কালিয়াচকের রাজনগর মডেল গ্রামে বোমা বিস্ফোরণের পর আরও এক জার বোমা উদ্ধার (Bomb recovered)…

11 hours ago

Minority Scholarship Scam | স্কলারশিপের টাকা আত্মসাৎ! অভিযুক্ত ২ জনকে হেপাজতে চায় সিআইডি

বিশ্বজিৎ সরকার, করণদিঘি: মাইনোরিটি স্কলারশিপের (Minority Scholarship Scam) কোটি কোটি টাকা তছরুপের দায়ে অভিযুক্ত মহম্মদ…

11 hours ago

Raiganj | গ্রেপ্তার করেনি পুলিশ, বহালতবিয়তে ঘুরছে দুই অভিযুক্ত

রাহুল দেব, রায়গঞ্জ: আদালতের নির্দেশ সত্ত্বেও খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার(Arrest) করেনি পুলিশ। এলাকায় বহালতবিয়তে…

11 hours ago

This website uses cookies.