Breaking News

Lok Sabha Election 2024 | মহিষাদলে তৃণমূল কর্মী খুন! ঝাড়গ্রামে উদ্ধার দেহ, প্রথম দু’ঘণ্টায় ৩৬৪টি অভিযোগ জমা কমিশনে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের বাংলায় ঝরল রক্ত। শনিবার ষষ্ঠ দফা ভোটের (Lok Sabha Election 2024) আগে তৃণমূল (TMC) কর্মীকে খুনের অভিযোগ উঠল। তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলে ওই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করার অভিযোগ ওঠে। অন্যদিকে, এই লোকসভা কেন্দ্রের ময়নায় আরও এক তৃণমূল কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠেছে। তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দু’ক্ষেত্রেই অভিযোগের তির বিজেপির দিকে।

স্থানীয় সূত্রে খবর, মহিষাদলের নিহত তৃণমূল কর্মীর নাম শেখ মইবুল (৪২)। মহিষাদলের ধামাইতনগর এলাকায় ঘটনাটি ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় বাইকে চেপে বাড়ি ফিরছিলেন মইবুল। সে সময় রজনীগঞ্জ বাজার এলাকায় তাঁর সঙ্গে কয়েকজনের বচসা বাধে। কথা কাটাকাটি চলাকালীনই মইবুলের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। প্রথমে তাঁকে বেধড়ক মারধর করা হয়। তারপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে রাস্তার পাশে ফেলে যায় দুষ্কৃতীরা।

জানা গিয়েছে, মইবুল বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য ছিলেন। শাসকদলের দাবি, ভোটের মুখে তৃণমূলকে সন্ত্রস্ত করতেই মইবুলকে খুন করা হল। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত।
যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। এই মুহূর্তে এলাকায় তৃণমূলের একাধিক গোষ্ঠী তৈরি হয়েছে। নিজেদের মধ্যেই ক্ষমতার দখল নিয়ে ক্রমাগত লড়াই চলতে থাকে। সেই ঝামেলা থেকেই মইবুলকে খুন করা হয়েছে বলে দাবি বিজেপির।

অন্যদিকে, ময়নার ইজমালিচক এলাকায় এক তৃণমূল কর্মীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে বলে অভিযোগ। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে তাম্রলিপ্ত জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পাশাপাশি নির্বাচন চলাকালীন ঝাড়গ্রামে উদ্ধার হল ক্ষতবিক্ষত মৃতদেহ। রাস্তার ধারে এক মাঠের মধ্যে এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত তাঁর রাজনৈতিক পরিচয় জানা যায়নি। প্রাথমিক অনুমান ওই যুবক খুন হয়েছেন।

এদিন সকাল ৯টা পর্যন্ত বাংলার আট কেন্দ্রে ১৬.৫৪ শতাংশ ভোট পড়েছে। এদিন সকাল ৯টা পর্যন্ত কমিশনে মোট ৩৬৪টি অভিযোগ জমা পড়েছে। সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে সিপিএমের তরফ থেকে। তারা ৩৮টি অভিযোগ করেছে। বিজেপি করেছে ৩০টি অভিযোগ।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Train service | ট্র্যাক মেরামতের জেরে দেরিতে বহু ট্রেন

সানি সরকার, শিলিগুড়ি: সিগন্যালের সমস্যা থেকে মালগাড়ির চালকের ‘ভুল’, নানা তত্ত্ব উঠে এসেছে নিজবাড়িতে কাঞ্চনজঙ্ঘা…

10 mins ago

Siliguri | অ্যাস্ট্রোফিজিক্সে বই ১৫ বছরের দেবার্পণের

তমালিকা দে, শিলিগুড়ি: টাইম ট্রাভেল, বিগ ব্যাং থিয়োরি, টাইম লুপিং। আর পাঁচটা সাধারণ মানুষের কাছে…

23 mins ago

সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি, জখম একাধিক   শিলিগুড়ি: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ল…

27 mins ago

Siliguri | জবরদখলে জেরবার শিলিগুড়ি, মুখ্যমন্ত্রীর ধমকে হুঁশ ফেরার আশা শহরে

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি, ২৫ জুন : এমনিতেই যানজটে শহরের গতি থমকে যাচ্ছে। তার ওপর যত্রতত্র…

29 mins ago

Abraham Lincoln wax statue melts | তীব্র গরম মার্কিন যুক্তরাষ্ট্রে, গলে গেল আব্রাহাম লিঙ্কনের মোমের মূর্তি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে রেহাই নেই মার্কিন যুক্তরাষ্ট্রেও। অন্যান্য কয়েকটি দেশের মতো তাপপ্রবাহ (Heatwave)…

52 mins ago

Smuggling | পাচারের আগেই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত, গ্রেপ্তার ১

বক্সিরহাট: পাচারের(Smuggling) আগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ হেরোইন বাজেয়াপ্ত করল বক্সিরহাট থানার পুলিশ। নেশা…

1 hour ago

This website uses cookies.