Thursday, July 4, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গরাজ্যজুড়ে সবুজ ঝড়ের মাঝে ঘাসফুলে বাগান কাঁটা, মুখ ভার দুই জেলার নেতাদের

রাজ্যজুড়ে সবুজ ঝড়ের মাঝে ঘাসফুলে বাগান কাঁটা, মুখ ভার দুই জেলার নেতাদের

নাগরাকাটা: রাজ্যজুড়ে সবুজ ঝড়ের মাঝেও তৃণমূল কংগ্রেস ফের আটকে গেল আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দুই কেন্দ্রেই চা শ্রমিকদের ভোট যে নির্ণায়ক ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তা বহুল প্রমাণিত। ফলাফলের প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বহু বাগানেই ঘাসফুল শিবিরের জয়রথ আটকে গিয়েছে সেই বাগান কাঁটাতেই। তবে একথাও অনস্বীকার্য, ২০১৯-এর লোকসভা ভোটে পরাজয়ের যে ব্যবধান ছিল তা কয়েকগুণ কমাতে পেরেছে তৃণমূল। দিনের শেষে কাঙ্ক্ষিত জয় না মেলায় এখন মুখ ভার দুই জেলার নেতাদেরই।

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা মিলিয়ে চা বাগানের সংখ্যা ১১১টি। মোট বুথ ৪৫৩। অন্যদিকে, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বড় চা বাগান রয়েছে ৪১টি। বুথের সংখ্যা ১২০টির মতো। বেশ কয়েকটি বাগানের ফল যে আশানুরূপ নয়, তা তৃণমূল সূত্রে প্রাপ্ত তথ্য অনুয়ায়ীই পরিষ্কার। যেমন মেটেলির সামসিং চা বাগানের ৫ নম্বর বুথ থেকে তৃণমূল পেয়েছে ২৪৭টি ভোট। অন্যদিকে, বিজেপির ঝুলিতে গিয়েছে ২৬৩টি ভোট। সেখানকারই ২ নম্বর বুথ থেকে তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোট যথাক্রমে ১০৪ ও ৪৫০। আইভিল চা বাগানের ৪৭ নম্বর বুথে তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোট যথাক্রমে ৩৪৬ ও ৪২৮। বানারহাটের দেবপাড়া চা বাগানের ২১৫ নম্বর বুথ থেকে দুই দল পেয়েছে যথাক্রমে ৯৮ ও ৩২৭ ভোট। কাঁঠালগুড়ি চা বাগানের ২৫৭ নম্বর বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট ২৩১। সেখানে বিজেপি পেয়েছে ৩৫০টি ভোট। এমন বুথ আরও রয়েছে।

এবার আলিপুরদুয়ার কেন্দ্রে মোট ভোটের হার ৭৯.৭৬ শতাংশ। জলপাইগুড়িতে ৮৩.৬৬ শতাংশ। চা বাগানগুলিতে মূলত আদিবাসী ও গোর্খা সম্প্রদায়দের বসবাস। ধর্মীয় দিক থেকে তাঁরা খ্রিস্টান, হিন্দু, মুসলিম ও বৌদ্ধ। জাতি বা ধর্মগত কোনও ফ্যাক্টর চা বাগানের ভোটে কস্মিনকালেও কাজ করে না বলে রাজনৈতিক মহলের ধারণা। এখানে ট্রেড ইউনিয়ন যার যত শক্তিশালী, ভোট বাক্সেও তার প্রভাব তত বেশি। এবছর আলিপুরদুয়ার কেন্দ্র থেকে টিকিট না পেয়ে জন বারলা প্রথমদিকে বিদ্রোহ ঘোষণা করে বসেন। বারলার সাংগঠনিক প্রভাব দুই জেলার বাগানেই রয়েছে। তবে তৃণমূল যে এর পুরো ফায়দা নিতে ব্যর্থ, তা ভোটের ফলাফলেই পরিষ্কার। এমন প্রশ্নও উঠে আসতে শুরু করেছে, চা শ্রমিকদের জমির পাট্টা সহ বাড়ি তৈরির ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান, মজুরি বাড়িয়ে ২৫০ টাকা করা, বিভিন্ন বাগানে ক্রেশ ও স্বাস্থ্যকেন্দ্র তৈরির সরকারি প্রকল্পগুলির কথা তবে কি দলের নেতারা শ্রমিক মহল্লায় পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন! খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত চালসায় বেশ কয়েকদিন ঘাঁটি গেড়ে চা বলয়ে তাঁর নিজস্ব শৈলিতে প্রচার ও জনসংযোগ চালিয়ে গিয়েছিলেন।

তবে প্রচারে কোনও ফাঁকফোঁকর বা সাংগঠনিক দুর্বলতার কথা মানছেন না তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান নকুল সোনার বা ব্রিগেড মঞ্চে বক্তব্য রাখা আরেক শ্রমিক নেতা সঞ্জয় কুজুর। নকুলবাবু বলেন, ‘গতবারের বিপুল ব্যবধান অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে চা শ্রমিকদের ভোট প্রাপ্তির মাধ্যমেই। ফল বিশ্লেষণ না করে বিশদে এখনই কিছু বলা সম্ভব নয়।’ সঞ্জয়ের কথায়, ‘রাজনৈতিক জয় আমাদেরই। শ্রমিকরা ভোট দিয়েছেন বলেই জয়ের কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়েছে।’ বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ ভুজেল বলছেন, ‘চা শ্রমিকদের তৃণমূল শুধু ললিপপ দেখিয়েছে। শ্রমিকরা তা  বুঝতে পেরেই আমাদের পাশে থেকেছেন।’

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bratya Basu | চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও অবসরের সময় পাবেন ৫ লক্ষ টাকা, জানালেন ব্রাত্য

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের ৫ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী...

Gazole | জায়গা দখলকে কেন্দ্র করে উত্তেজনা গাজোলে, বোমা-পিস্তল নিয়ে চলল দুষ্কৃতী তাণ্ডব

0
গাজোল: জায়গা দখলকে (Land grab) কেন্দ্র করে বুধবার গভীর রাতে ধুন্ধুমারকাণ্ড বাধল গাজোলের (Gazole) শিক্ষক পল্লী এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বোমা পিস্তল নিয়ে জায়গা দখল...

Water Salute | মুম্বই বিমানবন্দরে রোহিতদের বিশেষ সম্মান, বিশ্বজয়ীদের বিমানকে ওয়াটার স্যালুট

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিমান মুম্বই বিমানবন্দরে অবতরণ করতেই দেওয়া হল ওয়াটার স্যালুট। দমকলের দু’টি ইঞ্জিন বিমানের...

Harishchandrapur | বিরোধী দলনেত্রীকে অপসারণ ঘিরে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, উঠল দুর্নীতির অভিযোগ

0
হরিশ্চন্দ্রপুর: এবার লোকসভা ভোটে (Lok sabha election 2024) হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) সদরে তৃণমূল কংগ্রেসের (TMC) ভোট কমেছে। আর এরপরই হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেত্রী...

PM Narendra Modi | বিশ্বকাপ ট্রফি ছুঁলেন না প্রধানমন্ত্রী, মোদির প্রশংসা সোশ্যাল মিডিয়ায়

0
নয়াদিল্লি: টি২০ বিশ্বকাপ ট্রফি স্পর্শ করা থেকে বিরত রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর এই আচরণের প্রশংসা করেছেন নেটিজেনরা। আইসিসি টি-২০ বিশ্বকাপে...

Most Popular