নয়াদিল্লিঃ গতকালই তাঁরা বৈঠক করেছেন। গতকালই লখনউ সুপার জােয়ন্টসের মালিকের সঙ্গে বৈঠকের জন্য আচমকা কলকাতায় হাজির হয়েছিলেন লোকেশ রাহুল। তাঁদের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠকও হয়।
আর সেই বৈঠকের পরদিনই লখনউয়ের অধিনায়কের তাঁর ফ্র্যাঞ্চাইজি মালিক সম্পর্কে ভিন্ন ভাবনা সামনে এল। যার মধ্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে, শেষ আইপিএলের একটি ম্যাচ হারের পর মাঠের ধারে ফ্র্যাঞ্চাইজি মালিক গোয়েঙ্কার থেকে খাওয়া ‘বকুনি’ তিনি আজও ভালোভাবে নিতে পারেননি। বন্ধু নীতীন কামাথের পডকাস্টে হাজির হয়ে লখনউয়ের কর্ণধারকে ঘুরিয়ে খোঁচা দিয়েছেন রাহুল। কারোর নাম না করেও অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন তিনি। লোকেশের কথায়, ‘আইপিএলের সুবাদে এখন অনেক ব্যবসায়ীই ক্রিকেটে এসেছেন। তাঁরা দল গঠনের সময় অতীতের পরিসংখ্যান, তথ্য বিশ্লেষণ করেন। কিন্তু একটা বিষয় তাঁরা বুঝতে চান না, সব ক্রিকেটারের ভালো সময়ের পাশে খারাপ সময়ও আসে। যা তথ্য বা পরিসংখ্যানে উল্লেখ থাকে না।’
রাহুল কারোর নাম করেননি। কারোর প্রতি তাঁর ব্যক্তিগত ক্ষোভ থাকলেও স্পষ্ট করে কিছু বলেননি। কিন্তু ‘একজন ক্রিকেটারের খারাপ সময় পরিসংখ্যানে থাকে না’ বলে তিনি বুঝিয়ে দিয়েছেন কাকে ইঙ্গিত করছেন। কলকাতায় গতকালের বৈঠকের পর ফ্র্যাঞ্চাইজি মালিক প্রসঙ্গে রাহুলের এমন মনোভাব রীতিমতো তাৎপর্যপূর্ণ।
রাতের দিকের খবর, লখনউয়ের নেতৃত্ব হারাতে চলেছেন লোকেশ। লখনউ ফ্র্যাঞ্চাইজি যদি লোকেশকে আগামী আইপিএলের নিলামের আগে রিটেইনও করে তবুও তঁাকে অধিনায়কের দায়িত্বে দেখা যাবে না। লোকেশের বদলে অধিনায়ক কে হবেন, তা এখনও নিশ্চিত নয়।