উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময়ের কয়েক ঘণ্টা পরেই গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি পাকাপোক্ত করার লক্ষ্যে একটি ঘোষণাপত্রে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশর, কাতার ও তুরস্কের শীর্ষ নেতারা। সোমবার মিশরের অবকাশ যাপন কেন্দ্র শার্ম এল-শেখ-এ অনুষ্ঠিত এক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে চার নেতা এই ঐতিহাসিক চুক্তিতে ‘গাজা চুক্তি’র ‘গ্যারেন্টার’ (guarantors to the Gaza deal) হিসেবে স্বাক্ষর করেন।
এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এটি বিশ্বের জন্য একটি বিশাল দিন, মধ্যপ্রাচ্যের জন্য একটি বিশাল দিন।” এদিনের এই সম্মেলনে দুই ডজনেরও বেশি বিশ্বনেতা উপস্থিত ছিলেন। চুক্তিতে সই করার কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইজরায়েলে এক ঝটিকা সফরে গিয়েছিলেন। সেখানে তিনি ইজরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। নেতানিয়াহু এসময় ট্রাম্পকে “হোয়াইট হাউসে ইজরায়েলের দেখা সেরা বন্ধু” (‘the greatest friend Israel has ever had in the White House’) বলে আখ্যা দেন এবং ভবিষ্যতে তাঁর সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের পরপরই এই আঞ্চলিক শক্তিসমূহের চুক্তিতে সই, মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় এক নতুন যুগের সূচনা করতে পারে। মিশর, কাতার ও তুরস্কের মতো প্রভাবশালী দেশগুলোর সরাসরি অঙ্গীকার, এই চুক্তিকে একটি মজবুত ভিত্তি দিল বলে মনে করা হচ্ছে।

