উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আমেরিকার লস এঞ্জেলসে বিধ্বংসী দাবানলে ইতিমধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে। লস এঞ্জেলসের প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী পাহাড়ি এলাকা প্যালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানলের প্রভাব সবচেয়ে বেশি। দমকা হাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এর ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন।
দাবানলে প্রায় ১০০০ বাড়ি ভস্মীভূত হয়েছে। হলিউড শিল্পীদের অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দাবানল নেভাতে গিয়ে তৈরি হয়েছে জলসংকট। পরিস্থিতি মোকাবিলায় দমকলের অবসরপ্রাপ্ত কর্মীদেরও ডাকা হয়েছে। লস এঞ্জেলস এবং গ্রেটার লস এঞ্জেলস এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৭০ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, পরিস্থিতি পর্যালোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষ বিদেশ সফর বাতিল করেছেন জো বাইডেন। তাঁর ইতালি যাওয়ার কথা ছিল। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় বাইডেন প্রশাসনকে নিশানা করেছেন। তাঁর অভিযোগ, দমকল আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জল পাচ্ছে না।