ডিজিটাল ডেস্ক :বিগত কয়েকদিন যাবত কলকাতায় একাধিক গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে এসেছে। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, অস্ত্র কোথা থেকে আসছে? সেই উত্তর খুঁজতে গিয়ে পুলিশ হদিশ পায় দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকার বেআইনি অস্ত্র কারখানার। বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে কুলতলির আন্ধারিয়া গ্রামে বারুইপুর পুলিশ, জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং কুলতলি থানার পুলিশ অভিযান চালায়। সেখানেই একটি বাড়িতে অস্ত্র কারখানার হদিশ পাওয়া যায়। জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে ৮ পিস ওয়ান শাটার, তিনটি দোনলা বন্দুক, কার্তুজ এবং অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, বাড়ির বারান্দাতেই প্রকাশ্যে অস্ত্র বানানো চলছিল। বাড়ির মালিক এবং বেআইনি অস্ত্র পাচার চক্রের পান্ডা মহিউদ্দিন সর্দারকে হাতেনাতে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্তকে জেরা করে পুলিশ আর কি কি তথ্য সামনে আনে, সেদিকে নজর থাকছে। পাশাপাশি কলকাতার অনতিদূরে এভাবে অস্ত্র কারখানার হদিশ মেলায় শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য।
আরও পড়ুন : আবারও দিল্লির পথে মমতা, গুঞ্জন মোদি-মমতা বৈঠক নিয়ে