Top News

Love affairs | পরীক্ষা ভুলে নাবালিকাকে নিয়ে চম্পট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, ঘটনায় শোরগোল ধূপগুড়িতে

ধূপগুড়িঃ জীবনের দ্বিতীয় পরীক্ষা উচ্চ মাধ্যমিক, কিন্তু প্রেমের চক্করে পড়ে পরীক্ষাই ভুলে গেল নাবালক। উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা দিতে না গিয়ে উলটো প্রেমিকাকে নিয়ে বাড়ি ছাড়ল নাবালক প্রেমিক। আর নাবালক ও নাবালিকা দুজনকে উদ্ধারের চেষ্টায় পুলিশের দ্বারস্থ হয়েছে দুই পরিবার। ঘটনায় চাউর হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনা জানতে পেরে দুজনকে উদ্ধারের চেষ্টায় তৎপরতা শুরু করেছে।

পরিবার সূত্রে খবর, নাবালক প্রেমিক বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এবং নাবালিকা প্রেমিকা ধূপগুড়ি পুরসভা এলাকার বাসিন্দা বলে খবর। জানা গিয়েছে, শুক্রবার উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা ছিল। প্রেমিক যুবক এবারের পরীক্ষার্থী। প্রথম দিনেই পরীক্ষা না দিয়েই পরিকল্পনা মাফিক বন্ধুদের সঙ্গে নিয়ে একাদশের ছাত্রী নাবালিকাকে নিয়ে পালিয়ে যায়। দুজনের মধ্যে গত কয়েক বছর থেকে প্রেমের সম্পর্ক ছিল। যা দুই পরিবারের কেউই জানতেন না। বাড়ি ছাড়তেই দুজনের পরিবারের সন্দেহ হয়। খোজ খবর নিয়ে তাঁরা জানতে পারেন দুজনে একসঙ্গে পালিয়ে গিয়েছে। পুলিশ ইতিমধ্যে দুজনের মোবাইল নাম্বার দিয়ে লোকেশন ট্রাক করা ছাড়াও ছাত্রীর টিউশন শিক্ষকের সঙ্গেও যোগাযোগ করেছেন। কিন্তু এরা দুজন পালিয়ে কোথায় গিয়েছে, তা এখনও জানা যায় নি। নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হতেই ধূপগুড়ি থানার পুলিশ তৎপরতা শুরু করেছে। পরিবারের লোকেরাও নিয়মিত পুলিশের কাছে গিয়েও খোজ খবর নিচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত দুজনের  হদিশ না পাওয়ায় চিন্তায় রয়েছে পরিবার।

প্রসঙ্গত পরীক্ষা না দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা এর আগে তেমন শোনা যায় নি। তবে বিয়ের উদ্দেশ্যে পালিয়ে যাওয়া বা বিয়ের দাবিতে ধর্না ধূপগুড়ির মাটিতে নতুন নয়। এমনকি নাবালিকা বিয়ের ঘটনাও ধূপগুড়িতে অহরহ ঘটেছে। তবে পুলিশ এবং প্রশাসন কিছুটা সক্রিয় হওয়ায় অপ্রাপ্তবয়স্কদের বিয়ের ঘটনা অনেকটাই কমানো গিয়েছে। তবে  এদিনের ঘটনায় পুলিশও উদ্বেগ প্রকাশ করেছে।

ধূপগুড়ি থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। পরিবার এবং স্থানীয়দেরও খোঁজখবর নিতে বলা হয়েছে। খোঁজ পেলেই উদ্ধার করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। বিশ্বস্ত সূত্রে খবর, পুলিশ ইতিমধ্যে কয়েকটি জায়গাকে চিহ্নিত করেছে। সেখানেও তল্লাশি শুরু করেছে।

এদিকে শনিবার সন্ধ্যায় আর এক কান্ড ঘটেছে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। এখানে এক বছর ষোলোর নাবালক প্রেমিকের বাড়িতে হাজির হয় বছর ঊনিশের প্রেমিকা। মেয়েটি নাবালক প্রেমিককে বিয়ের দাবী জানায়। স্থানীয় সূত্রে খবর যায় ধূপগুড়ি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয়ের জন্ম শংসাপত্র খতিয়ে দেখে। তারপরই পুলিশ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধূপগুড়ি থানার পুলিশ ইতিমধ্যে দুই পরিবারের সদস্যদের থানায় ডেকেছে। ঘটনা খতিয়ে দেখেই পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলেই জানিয়েছে ধূপগুড়ি থানার পুলিশ।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

HS Result | বাবা রাজমিস্ত্রি, দারিদ্র্যকে জয় করে উচ্চমাধ্যমিকে ভালো ফল আংরাভাসার সোমার

গয়েরকাটা: দারিদ্র্যকে জয় করে উচ্চমাধ্যমিকে ভালো ফল করল বানারহাট ব্লকের সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের আংরাভাসা বংশীবদন…

5 mins ago

Balurghat | দীর্ঘ আট বছর পর সাজা ঘোষণা, খুনের দায়ে যাবজ্জীবন দুই অপরাধীর

বালুরঘাট: ফ্ল্যাশব্যাকে সময়টা ২০১৬ সালের ২৩ জুন। হিলি থানার অন্তর্গত জামালপুরে নিজের বাড়িতেই নৃশংসভাবে খুন…

11 mins ago

Raiganj | বন্ধ স্পিনিং মিলে তৈরি হচ্ছে টেক্সটাইল পার্ক, রায়গঞ্জে উদ্যোগ রাজ্যের

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: রাজ্য সরকারের উদ্যোগে উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur) তৈরি হচ্ছে সুসংহত টেক্সটাইল পার্ক।…

14 mins ago

জলাভূমি ভরাটের চেষ্টা! বর্ষায় প্লাবনের আতঙ্কে ক্ষুব্ধ বাসিন্দারা

চ্যাংরাবান্ধা: মাথাভাঙ্গা ১৬ নম্বর রাজ্য সড়কের পানিশালা এলাকায় জলনিকাশির জন্য রয়েছে নিকাশিনালা। সেই নালা দিয়েই…

26 mins ago

Jalpaiguri | উদ্বেগ বাড়ছে জলপাইগুড়িতে, বয়স ‘ভাঁড়িয়ে’ করানো হচ্ছে প্রসব

সৌরভ দেব, জলপাইগুড়ি: সংখ্যাতত্ত্ব রীতিমতো ভয় ধরাচ্ছে। জলপাইগুড়ি (Jalpaiguri) মেডিকেল কলেজ ও হাসপাতালে গত মার্চ…

31 mins ago

Kunal Ghosh | মাঝে কিছুদিনের বিরতি, ফের তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় নাম কুণালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কুণালের প্রত্যাবর্তন! শুধু প্রত্যাবর্তনই নয়, একসঙ্গে ফিরে পেলেন হারানো দায়িত্বও। সপ্তম…

46 mins ago

This website uses cookies.