Sunday, February 16, 2025
Homeজাতীয়GDP Growth | ১৫ মাসে সর্বনিম্ন জিডিপি

GDP Growth | ১৫ মাসে সর্বনিম্ন জিডিপি

নয়াদিল্লি: এপ্রিল-জুন ত্রৈমাসিকে ৬.৭ শতাংশে নেমে এল ভারতের জিডিপি বৃদ্ধির (GDP Growth) হার। গত ১৫ মাসের মধ্যে যা সবচেয়ে কম। জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে জিডিপি ৭.৮ শতাংশ হারে বেড়েছিল। সেই নিরিখে চলতি অর্থবর্ষের (২০২৪-’২৫) প্রথম ত্রৈমাসিকে জিডিপি’র পতনের হার ১ শতাংশের বেশি। গতবছর এপ্রিল-জুন ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ। শুক্রবার প্রকাশিত জাতীয় পরিসংখ্যান অফিসের (এনএসও) তথ্য অনুযায়ী, ২০২৪-’২৫-এর প্রথম ত্রৈমাসিকে কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার ৩.৭ শতাংশ থেকে ২ শতাংশে নেমে এসেছে। অর্থনীতিবিদদের একাংশের মতে, গ্রীষ্মকালে দেশজোড়া তাপপ্রবাহ ও কম বৃষ্টির কারণে ফসল উৎপাদন ধাক্কা খেয়েছে। জিডিপির হারে যার প্রভাব পড়েছে। তুলনায় ভালো ফল করেছে উৎপাদন শিল্প। এক্ষেত্রে বৃদ্ধির হার ৭ শতাংশ। গতবছর এইসময় তা ছিল ৫ শতাংশ।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular