পতিরাম: পশ্চিমী হাওয়ার কারণে শনিবার এক ধাক্কায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ালো ১০.৩ ডিগ্রি সেলসিয়াসে (Weather Update)। ফলে শীতের মরশুমে এই প্রথম প্রচন্ড ঠান্ডা অনুভব করল দক্ষিণ দিনাজপুরবাসী (South Dinajpur)।
এদিন রাস্তাঘাটে প্রায় সকলকেই সোয়েটার, জ্যাকেট, মাফলার, টুপি পরে চলাফেরা করতে দেখা গিয়েছে। এদিকে হঠাৎ করে প্রচন্ড শীত পড়ার কারণে এদিন জামাকাপড়ের দোকানগুলিতেও প্রচুর পরিমাণে শীতবস্ত্র বিকিকিনি হয়েছে। বিকেলের পর অনেকেই আগুন জ্বেলে তাপ নেওয়ারও চেষ্টা করেছেন। শনিবার দক্ষিণ দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক সুমন সূত্রধর শনিবারের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানান, আগামী চার-পাঁচ দিন পশ্চিমী হাওয়ার কারণে ভালো রকমের ঠান্ডা বিরাজ করবে। পাশাপাশি রবিবার সকাল থেকে গৌড়বঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই গৌড়বঙ্গে প্রবল শীত পড়বে। সেই সময় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসেরও নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।