ডিজিটাল ডেস্ক : দেশজুড়ে করোনার সংক্রমণ রীতিমতো উদ্বেগ বাড়িয়ে চলেছে প্রতিনিয়ত। সর্বস্তরে করোনার আঘাত পরিলক্ষিত। একাধিক রাজনৈতিক নেতা ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। এবার দেশের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু করোনা(CORONA) আক্রান্ত হলেন বলে জানা গিয়েছে। কার্যত উপরাষ্ট্রপতির দপ্তর থেকে টুইট করে জানানো হয়েছে, এম ভেঙ্কাইয়া নাইডুর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কার্যত উপরাষ্ট্রপতি এই মুহূর্তে রয়েছেন হায়দ্রাবাদে এবং সেখানেই তিনি আগামী এক সপ্তাহ আইসোলেশনে থাকবেন বলে জানা যাচ্ছে। উপরাষ্ট্রপতির তরফ থেকে আবেদন করা হয়েছে, বিগত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন অতি অবশ্যই তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেন এবং আইসোলেশনে থাকেন। আপাতত উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন।
আজ দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কত? জানুন
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে অনেকটাই নিয়ন্ত্রণে দৈনিক করোনা সংক্রমণ। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায়...
Read more