Top News

Madan Tamang Murder Case | মদন তামাং খুনের মামলায় বিপাকে গুরুং, বড় নির্দেশ দিল হাইকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মদন তামাং হত্যা মামলায় (Madan Tamang Murder Case) নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মদনের হত্যা মামলায় এবার গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুংকে (Bimal Gurung) মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভেন্দু সামন্ত। বৃহস্পতিবার তিনি বলেন, গুরুংয়ের বিরুদ্ধেও চার্জ গঠনের আইনি প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি মদনের স্ত্রী ভারতী তামাং ও সিবিআইয়ের (CBI) আবেদনও মঞ্জুর করেছে হাইকোর্ট।

মদন তামাং খুনের তদন্ত শেষ হওয়ার পর সিআইডি (CID) যে চার্জশিট দিয়েছিল তাতে নাম ছিল না বিমল গুরুংয়ের। পরে সিবিআইয়ের চার্জশিট ও এফআইআরেও (FIR) নাম ছিল না বিমলের। সুপ্রিমকোর্টের (Supreme Court) নির্দেশে তদন্ত শুরু হলে চার্জশিট দেয় সিবিআই। সেখানে দেখা যায় বিমলের নাম। বৃহস্পতিবার হাইকোর্ট সাফ নির্দেশ দিয়েছে, এই খুনের মামলায় অন্তর্ভুক্ত করতে হবে গুরুংকে।

উল্লেখ্য, ২০১০ সালের মে মাসে দার্জিলিঙে (Darjeeling) সভা করতে এসে খুন হয়েছিলেন মদন তামাং। এই খুনের প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল নিকল তামাংকে (Nikal Tamang)। কিন্তু নিকল পুলিশি হেপাজত থেকে পালিয়ে যেতেই তদন্তের ভার নেয় সিবিআই। তাঁদের তরফে যে চার্জশিট পেশ করা হয়েছিল তাতে বিমল গুরুং, রোশন গিরি, আশা গুরুং, বিনয় তামাংয়ের মতো পাহাড়ের ৪৮ জন প্রথম সারির নেতার নাম ছিল। ২০১৭ সালের আগস্ট মাসে কলকাতার নগর ও দায়রা আদালতের নির্দেশে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছিল গুরুং এর নাম। সেই রায়ের বিরুদ্ধে পালটা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন মদন তামাং এর স্ত্রী ভারতী তামাং। সেই মামলার সূত্র ধরে এদিন চার্জশিটে বিমল গুরুংয়ের নাম উঠে আসে।

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

EURO 2024 | স্লোভেনিয়াকে টাইব্রেকারে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্লোভেনিয়াকে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল…

22 mins ago

অনুমতি ছাড়া ভিডিও ভাইরাল করায় পুলিশের দ্বারস্থ চোপড়ার নির্যাতিতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনুমতি ছাড়া নির্যাতনের ভিডিও ভাইরাল করায় পুলিশের দ্বারস্থ হলেন চোপড়ার নির্যাতিতা।…

10 hours ago

Siliguri | প্রধান থেকে আধিকারিক কেউই নেই! পঞ্চায়েত অফিসে অচলাবস্থা

মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: তীব্র অচলাবস্থা চালু হয়েছে শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতে। বর্তমানে পরিষেবা নিতে…

12 hours ago

Jalpaiguri | সরকারি জমি জবরদখল রুখতে বসল সাইনবোর্ড

নাগরাকাটা: পড়ে থাকা সরকারি জমিতে (Govt Land) সাইনবোর্ড লাগিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গেল জলপাইগুড়ি…

12 hours ago

Pigeon Racing | আজও পায়রা দৌড়ের আয়োজন করেন রায়গঞ্জের রাজকুমার, কীভাবে হয় এই দৌড়?

রায়গঞ্জ: রাজ্যের বিভিন্ন জায়গায় আজও শোনা যায় অভিনব পায়রা দৌড়ের কথা। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা…

12 hours ago

Leopard Fear | এলাকায় ঘুরছে চিতাবাঘ! পায়ের ছাপ দেখে আতঙ্কে কাঁটা গ্রাম

নীলাংশু চক্রবর্তী, উছলপুকুরি: অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চিতাবাঘের আতঙ্ক (Leopard Fear) ছড়াল বাসিন্দাদের মধ্যে।…

13 hours ago

This website uses cookies.