শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

Madan Mitra | ‘কালি লেগেছে প্যাকওয়ালাদের জন্য’, নিজের মন্তব্যে ক্ষমা চেয়ে দলকে চিঠি মদনের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে প্যাকওয়ালাদের জন্য’। সোমবার দলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে এমনটাই বলেছিলেন মদন মিত্র। কিন্তু সন্ধের পরেই নাকি নিজের করা মন্তব্যে অনুতপ্ত বোধ করছেন মদন। আর তাই নিজের করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে দলের রাজ্য সভাপতিকে চিঠিও লিখলেন তিনি। চিঠিতে লেখা, ‘‘দলকে অনুরোধ করছি আমায় ভুল না বুঝে ক্ষমা করার জন্য।’’

প্রসঙ্গত, এদিন মদন আইপ্যাককে নিশানা করে বলেছিলেন, ‘‘আমাদের পার্টিতে টাকাপয়সার লেনদেন ছিল না। এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকল। তারা এ সব শুরু করল।’’ আইপ্যাকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও করেন মদন। আর তাঁর এমন সব মন্তব্যের পরেই শুরু হয় কানাঘুষো। যদিও এই বিষয়ে মদনের সমর্থনে কথা বলতে দেখা গিয়েছে দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষকে। তিনি বলেন, “মদন মিত্র সিনিয়র নেতা। তিনি যেটা বলেছেন, সেটা আরও সিনিয়র নেতাদের বিবেচ্য বিষয়। এ নিয়ে আমি কোনও মন্তব্য করব না।”  এই বিষয়ে ফিরহাদ হাকিমের বক্তব্য, ‘‘এ সব কথা দলের মধ্যেই বলা উচিত। এগুলো বাইরে বলা ঠিক নয়। আমি এ নিয়ে কিছু বলব না।’’

যদিও নিজের করা মন্তব্যে এখন অনুতপ্ত মদন। দলের কাছে ক্ষমা চেয়ে লেখা তাঁর চিঠির বক্তব্য, তাঁর বলা কিছু কথায় ক্ষতি হয়েছে দলের, মর্মাহত হয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দল যেন তাঁকে ভুল না বুঝে ক্ষমা করে দেয়।

Share post:

Popular

More like this
Related

Richa Ghosh | ইডেনে রিচাকে বিরাট সংবর্ধনা, বিশ্বকাপজয়ীকে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার সিএবি-এর তরফে (Cricket Association...

India vs Australia | বৃষ্টিতে পণ্ড শেষ ম্যাচ, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় ভারতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবহাওয়ার বাধায় শেষ পর্যন্ত সিরিজের...

Migrant Workers Death | সিলিন্ডার ফেটে মর্মান্তিক পরিণতি! চেন্নাইয়ে মৃত বাংলার ২ পরিযায়ী শ্রমিক

বোলপুর: ভিনরাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! চা বানাতে গিয়ে...

Bihar Polls Phase 1 | প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল বিহারে! চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল...