কোচবিহার: রাজ আমলের রীতি মেনে সোমবার মদনমোহন মন্দিরে ফুলদোল উত্সব হল। মদনমোহনের নৌকাবিহার, পয়লা বৈশাখের পর এদিন ফুলদোল উত্সবকে কেন্দ্র করে মন্দিরে ভক্তদের সমাগম দেখা গিয়েছে। এদিন সন্ধ্যারতির পর মন্দিরের গর্ভগৃহ থেকে মদনমোহনকে বারান্দায় নিয়ে এসে ফুলের সুসজ্জিত দোলায় চাপিয়ে দোলানো হয়। এদিন মন্দিরে বিশেষ পুজো এবং ভোগও হয়। দেবত্র ট্রাস্ট বোর্ডের অন্যতম সদস্য তথা সদর মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এদিন সন্ধ্যায় রীতি মেনে মন্দিরে ফুলদোল উৎসব হল। উৎসব দেখতে সন্ধে থেকেই মন্দিরে প্রচুর ভক্তসমাগম হয়েছে।’
দেবত্র ট্রাস্ট বোর্ড সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ফুলের সুসজ্জিত দোলায় চাপিয়ে দোলানো হয়েছে কোচবিহারবাসীর প্রাণের ঠাকুর মদনমোহনকে। এদিন মন্দিরে বিশেষ পুজো করেন মন্দিরের প্রধান পুরোহিত শিবকুমার চক্রবর্তী। সন্ধ্যার বিশেষ ভোগ হিসেবে লুচি এবং পায়েস দেওয়া হয়। এরপর রাতে কোচবিহারবাসীর প্রাণের ঠাকুর মদনমোহনকে গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে ফের মন্দিরের বারান্দায় নিয়ে আসা হবে তাঁকে। সারাদিন মন্দিরের বারান্দায় থাকবেন মদনমোহন। মঙ্গলবার রাতে ফের গর্ভগৃহে প্রবেশ করবেন তিনি। এদিন ফুলদোল উৎসব উপলক্ষ্যে মন্দির চত্বর ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।