রবিবার, ১৬ মার্চ, ২০২৫

Cooch Behar | পুরুলিয়ার ভেষজ আবিরে দোল খেলবেন মদনমোহন

শেষ আপডেট:

কোচবিহার: দোল উৎসবে তিনি প্রতিবারই যোগ দেন। এবারও দেবেন। তবে এবারের বিশেষত্ব বলতে তিনি পুরুলিয়া থেকে আনা পলাশ ফুলের আবিরে রাঙা হবেন। এজন্য পুরুলিয়ার ২০ কেজি বিশেষ ভেষজ আবিরের ব্যবস্থা করা হয়েছে। সেই আবির এখানে নিয়ে আসতে দেবত্র ট্রাস্ট বোর্ডের দুজন কর্মী ইতিমধ্যেই পুরুলিয়ায় পৌঁছে গিয়েছেন। পুরুলিয়ার বলরামপুর ব্লক থেকে আনা পলাশ ফুলের আবিরের পাশাপাশি কোচবিহারের ভেষজ আবিরে মদনমোহন মেতে উঠবেন। দেবত্র ট্রাস্ট বোর্ডের অন্যতম সদস্য তথা কোচবিহার সদর মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায় বললেন, ‘মদনমোহন এবারে কোচবিহারের ভেষজ আবিরের পাশাপাশি পুরুলিয়ার পলাশ ফুলের আবিরে রাঙা হবেন। পুরুলিয়া থেকে ২০ কেজি ওই আবির আনতে ট্রাস্টের দুজন কর্মী ইতিমধ্যেই পুরুলিয়ায় পৌঁছে গিয়েছেন।’

মদনমোহনের হোলি উত্সবের সূচনা উপলক্ষ্যে ১৩ মার্চ বহ্নি উত্সব হবে। সেদিন মদনমোহনের সন্ধ্যা আরতি শেষে রাজ আমলের প্রথা মেনে বিশেষ পালকিতে চেপে রাজমাতা ও ডাঙ্গরআই মন্দির থেকে দুই মদনমোহন বৈরাগীদিঘির ধারে মূল মদনমোহন মন্দিরে আসবেন। রাতে মূল মদনমোহন ও তাঁর আশপাশের বিগ্রহ সহ রাজমাতা ও ডাঙ্গরআই মন্দির থেকে আসা দুই মদনমোহনকে বিশেষ বাদ্যযন্ত্র সহযোগে রাসমেলার মাঠে নিয়ে যাওয়া হবে। সেখানে মদনমোহনের বিশেষ পুজো হবে। পুজো শেষে রাজপরিবারের ধর্মীয় প্রতিনিধি অজয়কুমার দেববক্সী সেখানে মদনমোহনের ওপর আবির ছিটিয়ে দেবেন। ভক্তরা মদনমোহনের পায়ে আবির দেবেন। পুজো শেষে বুড়ির ঘর পোড়ানো হবে। এটিই ‘বহ্নি উত্সব’ নামে পরিচিত। রাতে সেখান থেকে ফিরে আসার পথে রাজমাতা ও ডাঙ্গরআই মন্দিরের মদনমোহন নিজ নিজ মন্দিরে ফিরে যাবেন। রাতে ফিরে আসার পর মূল মদনমোহন মন্দিরে তাঁর বিশেষ অধিবাসপুজো হবে। শুক্রবার সকালে মদনমোহনকে মন্দিরের বারান্দায় বের করা হবে। সেখানে বিশেষ পুজো হবে। পঞ্চম দোল পর্যন্ত মদনমোহনকে সেখানেই আসনে রাখা হবে। সেখানেই তাঁর স্নান, পুজো হবে। এই ক’দিন ভক্তরা ঠাকুরবাড়িতে এসে মদনমোহনকে সেখানে আবির দিতে পারবেন।

১৫ মার্চ সন্ধ্যায় বাণেশ্বর ও ষণ্ডেশ্বর মন্দিরের দুই শিব পালকিতে চেপে গুঞ্জবাড়ির ডাঙ্গরআই মন্দিরে আসবেন। রাজপরিবারের ধর্মীয় প্রতিনিধি অজয়কুমার দেববক্সী ও দেবত্র ট্রাস্ট বোর্ডের অন্যান্য কর্মী–আধিকারিক ডাঙ্গরআই মন্দিরে যাবেন। এরপর সেখান থেকে বাণেশ্বর ও ষণ্ডেশ্বর মন্দিরের দুই শিব এবং ডাঙ্গরআই মন্দিরের মদনমোহনকে বাদ্যযন্ত্র সহকারে বিশেষ পালকিতে করে বৈরাগীদিঘির ধারে মূল মদনমোহন মন্দিরে নিয়ে আসা হবে। মন্দিরে এসে তাঁরা মূল মদনমোহনের আশপাশের বিগ্রহদের নিয়ে রাসমেলার মাঠে যাবেন। রাসমেলার মাঠে তাঁদের বিশেষ পুজো হবে। অজয়কুমার দেববক্সী সেখানে ভগবানের পায়ে আবির ছিটিয়ে দেবেন। যা ‘সওয়ারি উত্সব’ নামে পরিচিত। বেশ কয়েক বছর ধরেই পুরুলিয়ায় ভেষজ আবির নিয়ে জোরদার উদ্যোগ শুরু হয়েছে। সেখানে তৈরি পলাশ ফুলের আবির যাতে বিভিন্ন বাজারে ভালো জায়গা করতে পারে সেজন্য রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। মদনমোহনের দোল উৎসবে এই আবিরের যুক্ত হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট মহলে বেশ কৌতূহল ছড়িয়েছে। গোটা প্রক্রিয়াটিই রাজ আমলের নিয়ম মেনে করা হবে বলে রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য জানিয়েছেন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Mathabhanga | ‘সমস্ত বাজনার যন্ত্রপাতি ভেঙে দেয়’, দোল উৎসব চলাকালীন পুলিশি হামলার অভিযোগ গ্রামবাসীর!  

মাথাভাঙ্গা: দোল উৎসব চলাকালীন মাথাভাঙ্গার ছাট খাটেরবাড়িতে পুলিশি হামলার...

Kumarganj | পুকুরে ভেসে উঠল অজ্ঞাত পরিচয় তরুণের দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা  

কুমারগঞ্জ: হোলির আনন্দ উৎসবের মাঝেই শনিবার দুপুরে বটুন মধ্যপাড়ায়...

Dinhata | নেশাগ্রস্ত অবস্থায় ঝামেলা! দিনহাটায় বন্ধুর গুলিতে প্রাণ গেল তরুণের

দিনহাটা: হোলির দিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তপন বর্মন...

Malda | জমি নিয়ে বিবাদ! মালদায় দুই পক্ষের সংঘর্ষে খুন পঞ্চায়েত সেক্রেটারি, আহত ৬

মালদা: হোলির দিন রক্তাক্ত মালদা (Malda)। জমি বিবাদকে কেন্দ্র...