উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কানাডায় অনুষ্ঠান করতে গিয়ে এবার প্রশ্নের মুখে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের ‘পেশাদারিত্ব’ (Madhuri Dixit)। জানা গিয়েছে, অনুষ্ঠানটিতে তিন ঘণ্টা দেরিতে পৌঁছেছিলেন তিনি। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তাঁর এই অনুষ্ঠান বয়কটের দাবিও তুলেছেন ক্ষুব্ধ দর্শকরা।
বলিউডের ‘ধক ধক গার্ল’-এর অনুরাগীরা ছড়িয়ে রয়েছেন বিশ্বজুড়ে। ফলে কানাডায় (Canada) অভিনেত্রীকে মঞ্চে দেখার জন্য মুখিয়ে ছিলেন সকলে। কিন্তু অনুষ্ঠানে মাধুরী দেরিতে পৌঁছতেই শুরু হয় বিতর্ক। এই অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাতে দর্শকদের ক্ষোভে ফেটে পড়তে দেখা গিয়েছে। দর্শকদের অভিযোগ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা শুরু হয় প্রায় রাত ১০টায়। এতটা দেরি হওয়ায় অনেকেই অনুষ্ঠান সম্পূর্ণ না দেখেই বেরিয়ে যান।
সোশ্যাল মিডিয়ায় একজন দর্শক ক্ষোভ উগড়ে দিয়ে লিখেছেন, ‘সবচেয়ে খারাপ অনুষ্ঠান ছিল এটি। কোথাও বলা হয়নি যে তিনি শুধু কথা বলবেন আর প্রতিটি গানে দুই সেকেন্ড নাচবেন। উদ্যোক্তারা একদমই ঠিকভাবে আয়োজন করেননি।’ আরেকজন লিখেছেন, ‘একটা পরামর্শ দিচ্ছি। মাধুরী দীক্ষিতের শোতে যাবেন না। আপনার টাকা বাঁচান।’ টিকিটের টাকা ফেরতের দাবিও তুলেছেন অনেকে। ওই অনুষ্ঠানের উদ্যোক্তাদেরও দোষারোপ করা হয়েছে। তোলা হয়েছে চরম বিশৃঙ্খলার অভিযোগ।

