উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মদে বেহঁশ সন্তানের আজব দাবি! বৃদ্ধ বাবা মারা গিয়েছেন। তাঁর শেষকৃত্য ঘিরে তুমুল বচসা শুরু দুই ছেলের। মদ্যপ বড় ভাইও বাবার শেষকৃত্য করতে চান। সেইজন্য তাঁর দাবি, বাবার দেহের অর্ধেক তাঁকে দিতে হবে। ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) টিকামগড় জেলার লিধোরতাল গ্রামে।
বৃদ্ধ ধ্যানী সিং ঘোষ (৮৪) তাঁর ছোট ছেলে দেশরাজের সঙ্গেই থাকতেন। অসুস্থতার কারণে মৃত্যু হয় ধ্যানীর। খবর পেয়ে গ্রামে আসেন বড় ছেলে কিষান। এরপর শেষকৃত্যের সময় দেহ সৎকার কে করবেন, তা নিয়ে বচসা শুরু হয় দু’জনের। বচসা চলাকালীন কিষান বাবার দেহের অর্ধেক ভাগ চান। স্থানীয় জাতারা থানার পুলিশ আধিকারিক অরবিন্দ সিং ডাঙ্গি জানিয়েছেন, উত্তেজনা চরমে পৌঁছোলে গ্রামবাসী পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শেষমেশ ছোটছেলেই দেহের সৎকার করেন।