মালদা: মাধ্যমিকে নজরকাড়া ফল করল মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলের (Malda Ramakrishna Mission) মোট ১৩ জন ছাত্র। তারা প্রত্যেকেই মাধ্যমিকের (Madhyamik Result 2023) প্রথম দশে স্থান পেয়েছে। রাজ্যে দ্বিতীয় হয়েছে রিফাত হাসান সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯১।
এদিকে, তৃতীয় স্থানে রয়েছে স্কুলের চার ছাত্র মহম্মদ সারওয়ার ইমতিয়াজ, মাহির হাসান, স্বরাজ পাল এবং অর্ঘ্যদীপ সাহা। তাদের প্রাপ্ত নম্বর ৬৯০। মেধাতালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে স্কুলের দুই ছাত্র রায়ান আবেদীন ও ঋদ্ধিশ দাস। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৭। সপ্তম স্থানে রয়েছে মহম্মদ ফাহিম আনিস ও শেখ আয়ান রশিদ। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৬। অষ্টম স্থানে রয়েছে দেব কুমার মিশ্র ও অরণ্য লালা। তারা পেয়েছে ৬৮৫। যুগ্মভাবে দশম স্থান অধিকার করেছে অঙ্কিত মণ্ডল ও অনুব্রত ঘোষ। তারা পেয়েছে ৬৮৩।
মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠের স্বামী তাপহারানন্দ মহারাজ জানান, পড়ুয়াদের শিক্ষার পাশাপাশি স্কুলে চরিত্র গঠন, ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
আরও পড়ুন: মাধ্যমিকের মেধা তালিকায় কোচবিহারের ৩