Wednesday, May 31, 2023
HomeBreaking NewsMadhyamik Result 2023: মাধ্যমিকের মেধা তালিকায় কোচবিহারের ৩

Madhyamik Result 2023: মাধ্যমিকের মেধা তালিকায় কোচবিহারের ৩

কোচবিহার ব্যুরো: মাধ্যমিকে প্রথম দশজনের তালিকায় স্থান পেল কোচবিহার জেলার তিন পড়ুয়া। ৬৮৬ নম্বর পেয়ে মাধ্যমিকে (Madhyamik Result 2023) রাজ্যে সপ্তম স্থান দখল করেছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের (Cooch Behar Rambhola High School) সত্যম বণিক। দিনহাটার গোপালনগর এমএসএস হাইস্কুলের (Dinhata Gopal Nagar MSS High School) প্রত্যুষা বর্মন রয়েছে অষ্টম স্থানে। তার প্রাপ্ত নম্বর ৬৮৫। এদিকে, ৬৮৪ নম্বর পেয়ে নবম হয়েছে বক্সিরহাট হাইস্কুলের তুষার দেবনাথ।

এবার মেধাতালিকায় উত্তরবঙ্গের মধ্যে রয়েছে মালদার ২১, উত্তর দিনাজপুরের ৯, দক্ষিণ দিনাজপুরের ১, জলপাইগুড়ির ১ এবং কোচবিহারের ৩ পড়ুয়া। শুক্রবার সকাল ১০টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ। এবার পরীক্ষা দিয়েছে ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন। পাশ করেছে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। এবার ১৬টি জেলা থেকে প্রথম দশজনের তালিকায় রয়েছে ১১৮ জন।

আরও পড়ুন: মাধ্যমিকে ষষ্ঠ স্থানে বালুরঘাটের সতীর্থ

মাধ্যমিকে এবার প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা দেবদত্তা মাঝি। সে কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের ছাত্রী। ৭০০-এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ৬৯৭। যুগ্ম দ্বিতীয় হয়েছে রিফত হাসান সরকার ও শুভম পাল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১। যুগ্ম তৃতীয় হয়েছে সারভার ইমতিয়াজ, সৌমজিৎ মল্লিক ও অর্ক মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯০। আগামী ২০২৪ সালের মাধ্যমিক ২ ফেব্রুয়ারি শুরু হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments