টোকিও: ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের ইয়োনাগুনি দ্বীপপুঞ্জ। সোমবার ভারতীয় সময় সকাল ১১টা ৫৩ মিনিটে কম্পন অনুভূত হয়। এই দ্বীপপুঞ্জের খুব কাছেই অবস্থান ওকিনাওয়া শহরের। তীব্রতা বেশি থাকায় আরও বেশ কয়েকটি জায়গায় কম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। ভূমিকম্পের উতসস্থল ছিল ওকিনাওয়ার ইয়োনাগুনি দ্বীপপুঞ্জের ২০ কিলোমিটার গভীরে। যদিও এখনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পের সময় তাইওয়ানের রাজধানী তাইপের বেশ কিছু বহুতল কেঁপে উঠেছিল। যদিও আপাতত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এমনিতে জাপানের তাইওয়ান দু’টি টেটোনিক প্লেটের মধ্যে থাকায় ভূমিকম্প প্রবণ। ফলে সেখানকার বাড়ি, বহুতলগুলো সেভাবেই তৈরি হওয়ায় বড় কম্পনেও ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম থাকে।