শনিবার, ১২ জুলাই, ২০২৫

Mahua Moitra | কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে বেফাঁস মন্তব্যের জের, মদন-কল্যাণকে কড়া আক্রমণ মহুয়ার  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কসবার ল’ কলেজে ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে (Kasba Rape Case) বেফাঁস মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এবং বিধায়ক মদন মিত্র (Madna Mitra)। যা নিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়েছেন তাঁরা। কল্যাণ ও মদনের বক্তব্য সম্পূর্ণ ‘ব্যক্তিগত’ বলে উল্লেখ করে দলের অবস্থান স্পষ্ট  করেছে তৃণমূল। এনিয়ে বিবৃতি জারির পর এবার নিজের দলের নেতাদের কড়া আক্রমণ শানালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।

শনিবার নিজের এক্স হ্যান্ডেলের কারও নাম না নিয়েই একটি পোস্ট করেন মহুয়া। তাতে কৃষ্ণনগরের সাংসদ লেখেন, ‘ভারতে নারীবিদ্বেষ দলীয় সীমা দেখে না। কিন্তু তৃণমূলকে যা বাকি দলের থেকে আলাদা করে তা হল, আমরা এই জঘন্য মন্তব্যের নিন্দা করি। তা যে কেউই করুক না কেন।’ কল্যাণ ও মদনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে করা তৃণমূলের পোস্টটিকে উদ্ধৃত করে এটি লিখেছেন মহুয়া।

কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্তই তৃণমূল ছাত্র পরিষদের দাপুটে নেতা। রীতিমতো প্রভাবশালীও বটে। এমনকি বাকি দুই অভিযুক্তও তৃণমূলের ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। যা নিয়ে প্রথম থেকেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। কিন্তু এরই মাঝে এই ঘটনা নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘যদি একজন বন্ধু তাঁর বান্ধবীকে ধর্ষণ করে, সেখানে নিরাপত্তা কী করতে পারে? শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যদি এই ঘটনা ঘটে, সেখানে কি পুলিশ থাকবে?’ কল্যাণের এই মন্তব্যের পরই বিতর্ক দানা বাঁধে। এরপরই আবার বিধায়ক মদন মিত্র বলে বসেন, ‘মেয়েটি ওখানে না গেলে এমন ঘটনা ঘটতই না। গেছিল যখন তখন বন্ধুকে বলে বা সঙ্গে করে নিয়ে যেতে পারত, অভিযুক্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে।’

এদিকে, বিতর্ক বাড়তেই দলের দুই নেতার সঙ্গে দূরত্ব বাড়িয়েছে তৃণমূল। শনিবার রাতে দলের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়, ‘দক্ষিণ কলকাতার ল’ কলেজের ঘটনায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের বক্তব্য একান্তই ব্যক্তিগত মত। কোনও ভাবেই তা দলের অবস্থানকে প্রতিফলিত করে না। মহিলাদের উপর অপরাধের ক্ষেত্রে বরাবরই ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা করবে দল। যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়।’ তৃণমূলের তরফে এই বিবৃতির পরই কল্যাণ ও মদনকে তীব্র কটাক্ষ করলেন মহুয়া।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Radhika Yadav | কোনও অ্যাকাডেমিই ছিল না রাধিকা যাদবের! হরিয়ানার টেনিস খেলোয়াড় হত্যাকাণ্ডে নতুন মোড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নিজস্ব কোনও টেনিস অ্যাকাডেমি ছিল...

Ahmedabad Plane Crash | বোয়িং বিমানের জ্বালানির সুইচে ত্রুটি! ২০১৮ সালেই সতর্ক করেছিল মার্কিন সংস্থা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার প্রকাশ্যে এসেছে আহমেদাবাদের বিমান...

Rajnya Halder | রাজন্যাকে ফোন করলেন বিজেপি নেতা সজল ঘোষ! বহিষ্কৃত তৃণমূল নেত্রী কি এবার বিজেপিতে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কসবা কাণ্ডের পর সুর সপ্তমে...

Ahmedabad Plane Crash | ‘তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছবেন না’, দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট প্রসঙ্গে বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক মাসের মাথায় আহমেদাবাদ থেকে...