উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানুর মৃত্যু। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিলেন ভানু। জখম অবস্থাতেই তিনি ঘটনাস্থল থেকে ওডিশায় পালিয়েছিলেন। কটকের হাসপাতালে অত্যন্ত সংকটজনক অবস্থায় ভর্তি হয়েছিলেন ভানু। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ সেখানে তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভানুর শেষকৃত্যের পর তাঁর ছেলেকে হেপাজতে নেওয়া হবে। এগরা বিস্ফোরণ মামলায় ভানু, তাঁর ছেলে ও ভাইপোকে মূল অভিযুক্ত হিসেবে মামলা দায়ের হয়েছিল। ভানুর মৃত্যু হওয়ায় বর্তমানে এই মামলার মূল অভিযুক্ত তাঁর ছেলে ও ভাইপো। ভাইপোকে ইতিমধ্যে আটদিনের সিআইডি হেপাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৯ জনের মৃত্যু হয়। জখম হন বেশ কয়েকজন। এই বিস্ফোরণের পরই প্রশ্ন উঠতে শুরু করে, বেআইনি বাজির আড়ালে কি চলছিল বোমার কারখানা? ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। ভানু বাগ ওই কারখানা চালাতেন। বাজি কারখানার আড়ালে সেখানে বোমা তৈরি হত বলে অভিযোগ তোলেন অনেকেই। এই নিয়ে এনআইএ তদন্তের দাবি তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য় নেতৃত্ব। পরে তদন্তে নামে সিআইডি। বিস্ফোরক আইনে মামলা করা হয় ভানুর বিরুদ্ধে। যদিও কটকের হাসপাতালে ভানু দাবি করেন, পারিবারিক অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটেছে। তবে ভানুর মৃত্যুর পর এবার বিস্ফোরণের তদন্তে কী পদক্ষেপ করবে সিআইডি, সেটাই প্রশ্ন সব মহলে।