ময়নাগুড়ি: অকালে প্রাণ চলে গেল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। বুধবার সকাল সাতটা নাগাদ তাঁর মৃত্যু হয় জলপাইগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। মৃত ছাত্রের নাম অভিজিৎ রায়। সে ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকার কালামাটির বৈষ্ণবপাড়া এলাকার বাসিন্দা। অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে সে ভর্তি হয়েছিল বেসরকারি হাসপাতালে। ছাত্রের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থী অভিজিৎ রামশাইয়ের চ্যাঙমারি হরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তাঁর পরীক্ষাকেন্দ্র ছিল আমগুড়ি রামমোহন হাই স্কুল। গত ১৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষার পর রাত দশটায় অভিজিতের অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয়। এদিন রাতেই তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসায় সারা না দেওয়ায় মঙ্গলবার পরিবারের লোকেরা তাকে নিয়ে যায় একটি বেসরকারি হাসপাতালে। খাদ্য নালীতে ফুটো থাকার কারণে অভিজিতের অস্ত্রোপচার করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভিজিতের।
মৃতের বাবা সদরু রায় জানান, ‘ছেলে ১৭ তারিখ পরীক্ষা দিয়ে বাড়িতে গিয়েই পেটে ব্যাথা বলে জানায়। কিছুক্ষণ পর ছেলে ব্যাথায় কাতরাতে থাকে। তৎক্ষণাৎ তাঁকে চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। আগে কখনও অভিজিৎ এমন পেটে যন্ত্রণার কথা বলেনি।’
এদিন প্রতিবেশীরা অভিজিৎকে শেষ দেখার জন্য তাঁদের বাড়িতে ভিড় জমান। পাড়ার বন্ধুদের সঙ্গে অভিজিৎ বাড়ির সামনে ক্রিকেট খেলত। বন্ধুরাও এদিন অভিজিৎকে শেষ দেখা দেখতে আসে। বাড়ির পাশেই শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয় এদিন।