জাতীয়

Jammu-Kashmir Attack | জম্মুতে পুণ্যার্থীদের বাসে হামলার ঘটনায় বড় সাফল্য! জঙ্গিদের সাহায্য করায় গ্রেপ্তার যুবক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড় সাফল্য জম্মু ও কাশ্মীর (Jammu-Kashmir Attack) পুলিশের! রিয়াসিতে (Reasi) পুন্যার্থীবোঝাই বাসে হামলায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনায় ওই যুবকের যোগ পাওয়া গিয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, ধৃত যুবক জঙ্গিদের খাবার ও আশ্রয় দিয়েছিল। কীভাবে কোন জায়গায় পৌঁছালে পুণ্যার্থীদের বাসটি দেখতে পাওয়া যাবে, জঙ্গিদের তা চিনিয়ে দিয়েছিল ওই যুবক বলে অভিযোগ। সেই সঙ্গে হামলায় কাজে লাগতে পারে, এমন তথ্যও সে সরবরাহ করেছিল জঙ্গিদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হাকাম(৪৫)। এই যুবকের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর অভিযোগ নেই। তবে হামলা চালাতে জঙ্গিদের যা সাহায্য প্রয়োজন, তিনি তা করেছিল বলে দাবি পুলিশের। বুধবার মূল ঘটনার ১০ দিন পর রাজৌরি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তাকে জঙ্গিদের গোপন ডেরা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করছে বলে সূত্রের খবর।

গত ৯ জুন বৈষ্ণো দেবীর মন্দিরে যাওয়ার পথে জম্মুর রিয়াসিতে পুণ্যার্থীদের একটি বাসে জঙ্গিরা হামলা চালায়। বাসটি লক্ষ্য করে গুলিবৃষ্টি করে জঙ্গিরা। গুলিতে নিয়ন্ত্রণ হারান চালক। বাস সোজা গিয়ে পড়ে খাদে। তার পরেও জঙ্গিরা গুলি চালানো থামায়নি বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের সকল যাত্রীকে মেরে ফেলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। ১৫ থেকে ২০ মিনিট ধরে টানা বাসে গুলি চালানো হয়। এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। মূলত উত্তরপ্রদেশ, রাজস্থান এবং দিল্লির বাসিন্দারা ছিলেন ওই বাসে। বাসে হামলার জেরে এখনও পর্যন্ত ৫০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

কোচবিহার : কোচবিহারের মাথাভাঙার নির্যাতিতার পরিবারের সদস্যদের কড়া পুলিশি নিরাপত্তা সেওয়ার নির্দেশ দিলেন জাতীয় মহিলা…

27 seconds ago

পুণ্ডিবাড়ি, ৩০ জুন : রবিবার সকাল থেকেই পুণ্ডিবাড়িতে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। পুণ্ডিবাড়ি সংলগ্ন যজ্ঞ…

1 min ago

TMC-BJP Clash | তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তেজনা পুণ্ডিবাড়িতে, ভাঙচুর দলীয় কার্যালয়

পুণ্ডিবাড়ি: তৃণমূল ও বিজেপির সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল পুণ্ডিবাড়িতে। রবিবার সকাল থেকে পুণ্ডিবাড়ি সংলগ্ন যজ্ঞ…

27 mins ago

PWD | পিডব্লিউডি’র জমিতে অবৈধভাবে গড়ে উঠছে বহুতল, কাঠগড়ায় প্রশাসন

ফাঁসিদেওয়া: হুঁশ নেই প্রশাসনের। ফাঁসিদেওয়াতে রাজ্য সড়কের উপর এগিয়ে আসছে দোকান। অভিযোগ, ফাঁসিদেওয়া-মেডিকেল মোড় রাজ্য…

49 mins ago

Rishi Sunak | ‘ধর্মই অনুপ্রেরণা জোগায়’, লন্ডনের মন্দিরে হিন্দুত্ব নিয়ে বললেন ঋষি সুনাক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্মই তাঁকে ‘অনুপ্রেরণা ও স্বস্তি জোগায়’। নির্বাচনের আগে লন্ডনের একটি…

1 hour ago

Heavy Rain | প্রবল বর্ষণে বিপর্যস্ত পাহাড়, ধসে গেল জাতীয় সড়কের একাংশ

শিলিগুড়ি: কোথাও গাছ উপড়ে পড়া, কোথাও আবার ধস এবং ভূমিধস। প্রবল বর্ষণে(Heavy Rain) বিপর্যস্ত পাহাড়…

1 hour ago

This website uses cookies.