উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার মদন মিত্রের (Madan Mitra) নিশানায় ‘অভয়ার’ বাবা-মা! কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সৌগত রায়ের পর এবার প্রকাশ্যে ‘অভয়ার’ বাবা-মাকে বেনজির আক্রমণ করলেন মদন। বললেন, ‘স্পষ্ট করে বলুন, কী চাই? টাকা?’
‘অভয়ার’ পরিবারের (Doctor Rape And Murder Case) উদ্দেশে তিনি বলেন, ‘আপনি পরিষ্কার ভাবে বলুন, সিপিএম এবং বিজেপি আমাকে যেটা বলছে, সেটা বলছি। তার জন্য আপনি কী চান? টাকা?’
মদন আরও বলেন, ‘শুনেছি ডাক্তারদের ৪-৫ কোটি উঠেছিল। হ্যাঁ, যদি মনে করেন তাহলে টাকা চান। সব কিছু টাকা দিয়ে ঢাকা যায়। আমরা শ্রাদ্ধে পড়েছি, কিছু দিতে না পারলে টাকা দিয়ে ‘ওম নমো ওম নমো ব্রাহ্মনায়ো অহং দদানি’ বলা যেতে পারে। এক্ষেত্রেও তাই মনে হচ্ছে। এটা কী করছেন আপনারা? বাংলায় দাঙ্গা লাগাতে চাইছেন? এতদিন আপনারা প্রত্যেক সন্তানের কাছে মা-বাবা ছিলেন। এখন নিজেদের উপকৃত করতে, ক্ষতিপূরণের জন্য চিত্রনাট্য বদলে দিতে চাইছেন।’
অন্যদিকে, মদনের মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘আসলে তৃণমূল দলটা কীভাবে পরিচালিত হচ্ছে, সরকার কীভাবে চলছে, সেটাকেই ঘুরিয়ে মানুষের সামনে নিয়ে আসছেন মদন মিত্র। নিজের জীবনের উত্থান পতন, রাজনৈতিক অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানকে তৃণমূলের আঙ্গিকে যেভাবে স্পর্শ করেছেন, তা থেকে বোঝাতে চেয়েছেন, যে দল এবং সরকার ক্ষমতায় রয়েছে, সেখানে টাকা দিয়ে নৈতিক মাপকাঠির মূল্যায়ন হয়। নিজের জীবন দিয়ে বুঝেছেন এটা। আক্রমণের আঙ্গিকে সেটাই মানুষকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আসলে ওঁরা তৃণমূল সরকারের বিরুদ্ধে বলছেন।’

