সুশান্ত ঘোষ, মালবাজার: মঙ্গলবার থেকে প্রকৃতি ফের বিরূপ হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এই নিয়ে মালবাজার (Mal Bazar) শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে। শহরের সুখানিঝোরাকে কেন্দ্র করে অনেকেই আতঙ্কে।
সূর্য সেন কলোনির একটি গুরুত্বপূর্ণ রাস্তা ইতিমধ্যেই ঝোরার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাউন্সিলার অমিতাভ ঘোষ সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি বলেন, ‘বিষয়টি দ্রুত পুরসভাকে জানানো হবে। পাশাপাশি, সমস্যা মেটানোর জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব।’ অন্যদিকে, মাল নদীর ওপরে থাকা ব্রিজের গার্ডওয়াল ভেঙে যাওয়ার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। কিছুদিন আগে উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্রে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) সেটির মেরামতি করেছিল। তবে, টানা দু’দিনের বৃষ্টির জেরে গার্ডওয়ালটি ফের ভেঙে যায়। সোমবার মুখ্যমন্ত্রী নাগরাকাটা সফরের মাঝেই এনএইচএআই–এর তরফে ফের সেতুটি পরিদর্শন করা হয় বলে সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কৌশিক শ্যামল জানান। তবে নতুন করে গার্ডওয়াল সংস্কারের আশ্বাস মিললেও তা কতটা টেকসই হবে তা নিয়ে স্থানীয় বাসিন্দারা উদ্বেগে রয়েছেন।
এদিকে, শহরের ১ নম্বর ওয়ার্ডের দমকল অফিসের পেছন দিকে থাকা আদর্শ কলোনিতে অপরিকল্পিতভাবে নির্মিত নিকাশিনালার জন্য প্রতি বর্ষাতেই জল আটকে থাকার সমস্যা দেখা যাচ্ছে। গত দু’দিনের টানা বৃষ্টিতে ওই এলাকায় একাধিক বাড়িতে জল ঢুকে পড়ে। যার ফলে পরিবারগুলিকে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। এটি প্রায় নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে স্থানীয় বাসিন্দা সুজিত বণিক ও মাধব দাস জানান। মাধবের কথায়, ‘অল্প বৃষ্টিতেই এলাকা ভেসে যায়। এই সমস্যার একটা স্থায়ী সমাধান হওয়া দরকার।’ মালবাজার পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ির আশ্বাস, ‘পুরসভা প্রতিটি বিষয় পর্যবেক্ষণ করছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’

