মালদা: আমের আড়ালে মদ পাচারের (Liquor Smuggling) চেষ্টার অভিযোগ। কিন্তু শেষ রক্ষা হল না। তার আগেই মালদা (Malda) জিআরপির হাতে বিপুল পরিমাণ মদের বোতল সহ ধরা পড়ল এক পাচারকারী।
রবিবার রাতে দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস ধরার জন্য মালদা টাউন স্টেশনের (Malda Town Station) এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল এক যুবক। তার সঙ্গে ছিল আম ভর্তি ছয়টি ডালি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জিআরপি। মদ সহ গ্রেপ্তার করা হয় তাকে।
মালদা টাউন জিআরপির আইসি প্রশান্ত রায় জানান, বাজেয়াপ্ত হওয়া মদের বোতলগুলির বাজারমূল্য প্রায় ১৯ হাজার টাকা। যেহেতু বিহারে (Bihar) ফরেন লিকার নিষিদ্ধ, সেক্ষেত্রে ওই যুবক মালদায় এসে এইভাবে আমের ডালির মধ্যে মদের বোতলগুলি লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাচারকারীকে ধরে ফেলা হয়। ধৃতকে জেরা করে এই ঘটনায় আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।