Sunday, January 19, 2025
HomeExclusiveMalda | বহু প্রশ্নের উত্তর অধরা, মালদায় বাবলা সরকার খুনে নিরুত্তাপ দল

Malda | বহু প্রশ্নের উত্তর অধরা, মালদায় বাবলা সরকার খুনে নিরুত্তাপ দল

কল্লোল মজুমদার, মালদা: বাবলা সরকার খুনের পরেও কেমন যেন নিরুত্তাপ জেলা তৃণমূল (TMC) নেতৃত্ব। মালদা (Malda) শহরের কোনও মোড়ে নাম কে ওয়াস্তে শোক প্রকাশের ব্যানার ঝোলানো হলেও এখনও পর্যন্ত হয়নি কোনও শোক মিছিল। নেই কোনও স্বতঃস্ফুর্ত প্রতিবাদ। উলটে দেদার উৎসবের মতো চলছে খাই খাই মেলা, ফুল মেলা। খামতি নেই নানা উদযাপনের। আর যা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু তৃণমূল কর্মী।

যদিও জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সীর সাফাই, ‘আগামী ১২ জানুয়ারি দুপুর ১টা মালদা শহরের রামকৃষ্ণপল্লিতে বাবলা সরকারের স্মরণসভা করা হচ্ছে। ওই সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে।’

শুধু তাই নয়, এখনও বহু প্রশ্নের উত্তর অধরা। প্রশ্ন উঠেছে, পলাতক বাবলু যাদব ও কৃষ্ণ রজকের সন্ধান পেতে ২ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে মালদা জেলা পুলিশের তরফে। তবুও মেলেনি সন্ধান। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, ইতিমধ্যে জেলা থেকে তিনটি দল কাটিহারের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে স্থানীয় পুলিশের সহযোগিতায়। এখানেই প্রশ্ন উঠেছে, আর কতদিন?

প্রশ্ন উঠেছে, খুনের দিনই রাত ১০টা নাগাদ মালদা শহরের উপকণ্ঠ বাগবাড়ি এলাকা থেকে উদ্ধার হয় একটি বাইক। এই বাইকটি কার সে প্রশ্নের উত্তর এখনও মেলেনি। উত্তর মেলেনি খুনের মোটিভ নিয়েও। উত্তর মেলেনি এই চক্রান্তের মাথা কে?

এই নিয়েও আবদুর রহিম বক্সীর দাবি, ‘স্বয়ং মুখ্যমন্ত্রী বিষয়টি দেখছেন। আমরা আশাবাদী আর কয়েকদিনের মধ্যেই মূল মাথা সহ যারা যারা জড়িত, তারা সবাই গ্রেপ্তার হবে। কারণও বের হয়ে আসবে।’ যদিও নামপ্রকাশে অনিচ্ছুক বাবলা ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার বক্তব্য, ‘পুলিশ দাদার খুনিকে না খুঁজে তৃণমূ্লের একাংশকে বাঁচাতে ব্যস্ত। কাকে বাঁচাতে চাইছে পুলিশ তা জানতে চায় মালদার মানুষ।’

অপর এক বাবলা ঘনিষ্ঠ অনন্ত চক্রবর্তীর দাবি, ‘আমরা বাবলাদার কাজ শেষের জন্য অপেক্ষা করছি। তারপর এলাকার মানুষের তরফে শোক মিছিলও হবে। স্মরণসভাও হবে।’ এতো গেল নেতাদের কথা। কিন্তু এলাকার মানুষ প্রশ্ন তুলেছেন, বাবলাদার স্মরণসভায় এতো দেরি কেন? কেনই বা শহরজুড়ে উৎসব চলছে? তাহলে কি শোক শুধুমাত্র লোকদেখানো?

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

AAP | নিষেধ সত্ত্বেও কেজরিওয়ালকে নিয়ে তথ্যচিত্রের ট্রেলার প্রকাশ করল আপ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের উপর তৈরি তথ্যচিত্রের ট্রেলার প্রকাশিত, নিষেধাজ্ঞা সত্ত্বেও ভিডিও প্রকাশ করল আপ। দিল্লি বিধানসভা নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল তাদের...

Siliguri | মেলেনি সরকারি ঘর, বন্ধ বৃদ্ধ ভাতা! ভাঙা ঘরে শীতের কুয়াশা ঘুম ভাঙায়...

0
ফাঁসিদেওয়াঃ কে বা কারা ঘরের ছনের বেড়ায় লাগিয়ে দিয়ে গিয়েছেন দিদির সুরক্ষা কবচের স্টিকার। কিন্তু, নানাবিধ সরকারি সুবিধা তো দূরস্থ, আবেদন করেও মেলেনি পাকা...

New Delhi । দিল্লি বিধানসভা নির্বাচনে বাঙালি মন জয়ে আসরে বাংলার বিজেপি সাংসদরা

0
নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : দিল্লির বাঙালিদের ভোট পেতে এবার আসরে বাংলার সাংসদরা। দিল্লির ১৭ লক্ষ বাঙালি ভোটারের মন জিততে এবার বাংলার সাংসদদের ভোট ময়দানে...

Mandir khola | হোমস্টে থেকে ফেরার পথে পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে গেল গাড়ি! প্রাণে...

0
শিলিগুড়িঃ পানবু ভিউ হোমস্টে থেকে ফেরার পথে মন্দির খোলার কাছে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বোলেরো গাড়ি। জানা গিয়েছে, গাড়িটিতে ড্রাইভার সহ ৫ জন...

S. Jaishankar | জয়শংকরের নিশানায় ‘ক্যানসার’ পাকিস্তান!

0
নয়াদিল্লি: পাকিস্তানকে এবার মারণরোগ ক্যানসারের সঙ্গে তুলনা করলেন এস জয়শংকর। বিদেশমন্ত্রীর মতে, ভারতের প্রতিবেশী দেশে সন্ত্রাসবাদ ক্যানসারের মতো বাসা বেঁধেছে। এখন সেই রোগ সেদেশের...

Most Popular