মালদা : কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ (Malda Blast)। এতে জখম হয়েছে ২ শিশু। সোমবার দুপুরে কালিয়াচকের শেরশাহি-লক্ষ্মীপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। জখম শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা।
এদিকে, বিস্ফোরণস্থলের (Blast) একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে (যদিও তার সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। সেখানে দেখা যাচ্ছে, দুটি শিশু খেলা করছে। একজনের হাতে গোলাকার বস্তু। সেটি মাটিতে আছাড় মারতেই বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। বিস্ফোরণে দুটি শিশুই আহত হয়েছে। একজনের পায়ে গুরুতর আঘাত লেগেছে। তারা বর্তমানে মালদা (Malda) মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এখন প্রশ্ন উঠছে, দুই শিশু কোথা থেকে বিস্ফোরক পেল, কারা বিস্ফোরক এলাকায় ফেলে গিয়েছিল? পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।
গত ২ জানুয়ারি খুন হন ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল (tmc) কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান দুলাল সরকার ওরফে বাবলা। তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় জেলা পুলিশ সুপারকে তীব্র ভর্ৎসনা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলর খুনের মাস্টারমাইন্ড এখনও অধরা। সেই ঘটনার ঠিক চারদিনের মাথায় ফের রক্তাক্ত হল মালদা।