গাজোল: দুর্নীতিকে রেয়াত করায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। বুধবার সেই নির্দেশিকাই পালন করলেন মালদার (Malda) গাজোলের (Gazole) বিডিও সুদীপ্ত বিশ্বাস। একটি আইসিডিএস সেন্টারের গোডাউনে গরমিল ধরা পাড়ায় সেই গোডাউনটি সিল করে দেওয়া হয় এদিন। ওই ডিলারকে শোকজ করার জন্য সিডিপিওকে নির্দেশ দেন বিডিও।
দুপুর থেকে বিভিন্ন এলাকা পরিদর্শনে যান সুদীপ্ত বিশ্বাস। তাঁর সঙ্গে ছিলেন যুগ্ম বিডিও সুব্রত শ্যামল, শিশু বিকাশ প্রকল্প আধিকারিক খোকন বৈদ্য প্রমুখ। প্রথমেই একটি আইসিডিএস সেন্টারের গোডাউন পরিদর্শন করেন তিনি। সেখানে গরমিল ধরা পড়ে। এরপর একটি র্যাশন দোকানের সামগ্রীও পরীক্ষা করেন তিনি। বিডিও বলেন, ‘মুখ্যমন্ত্রী ও জেলা শাসকের নির্দেশে দুর্নীতি রুখতে বিভিন্ন এলাকায় লাগাতার অভিযান চলছে। আমরা প্রথমে জামতলায় একটি আইসিডিএস এর গোডাউনে অভিযান চালিয়েছি। সেখানে মালপত্রে বেশ কিছু গরমিল ধরা পড়েছে। ওই ডিলারকে আগেও সতর্ক করা হয়েছিল। এদিন ওই গোডাউন আমরা সিল করে দিয়েছি। সিডিপিওকে নির্দেশ দেওয়া হয়েছে ওই ডিলারকে শোকজ করতে। জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’
তাঁর আরও বক্তব্য, ‘কুলতলিতে একটি র্যাশন দোকানে যাওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে গ্রাহকরা অভিযোগ করছেন আটার ওজন কম দেওয়া হচ্ছে। আজ পরীক্ষা করে দেখা গেছে ওজন মোটামুটি ঠিকই আছে। দুর্নীতির বিরুদ্ধে এরকম অভিযান চলবে।’