মালদা: স্বাধীনতার পর বিদ্যুতের আলো দেখেননি মালদার (Malda) কোতোয়ালির বাগানপাড়া গ্রামের শতাধিক পরিবার। বছরের পর বছর বিদ্যুতের (Electricity) দাবিতে গ্রামবাসীরা লড়াই করে আসছিলেন। কিন্তু বিদ্যুতের সরবরাহকারী লাইন ওই গ্রামে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় ব্যক্তিগত জমি, আমবাগান। অবশেষে জেলা শাসক নীতিন সিংহানিয়ার হস্তক্ষেপে বিদ্যুৎ পৌঁছাল এই গ্রামে।
জেলা শাসক জানান, ‘জমি সংক্রান্ত সমস্যায় ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ হচ্ছিল না। পরে আমরা বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজারের সঙ্গে যোগাযোগ রেখে সমস্যার সমাধান করেছি। প্রত্যন্ত এই গ্রামে আলো পৌঁছে দিতে পেরেছি।’ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সরবরাহ নিগমের রিজিওনাল ম্যানেজার উজ্জ্বল রায় জানান, ‘বিদ্যুৎ সংযোগ যাওয়ার রাস্তা (রাইট অফ ওয়ে) সংক্রান্ত সমস্যা ছিল। পরে এবিষয়ে জেলা শাসক ও মহকুমা শাসকের সহযোগিতা চাওয়া হয়। মূলত তাঁদের হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ সম্ভব হয়েছে।’ এক গ্রামবাসী লিপিকা পাল জানান, ‘দশ বছর ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি। অবশেষে আমাদের পরিবারে আলো জ্বলবে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে, আমরা খুবই খুশি।’