মালদা: মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে (Malda Medical College & Hospital) হানা দিল সিবিআই (CBI)। বারবার সমনে হরহাজির থাকায় গ্রেপ্তার করা হল মেডিকেলের ফেসিলিটি ম্যানেজারকে। মঙ্গলবার দুপুরে মেডিকেলে অভিজিৎ দাস নামে ওই ফেসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়।
মেডিকেল সুপার প্রসেনজিৎ বর জানান, অভিজিৎ দাস চার মাস আগে ফেসিলিটি ম্যানেজার পদে মালদা মেডিকেলে যোগ দেন। এদিন সিবিআইয়ের প্রতিনিধি দল মেডিকেলে আসেন। পুরোনো একটি মামলায় অভিজিৎ দাসের বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট বের হওয়ার কথা জানান। সেই মোতাবেক থানার সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষে অভিজিৎকে গ্রেপ্তার (Arrest) করে সিবিআই। জানা গিয়েছে, এর আগে একাধিকবার তাঁকে সমন করা হয়েছিল। কিন্তু তাতে সাড়া না দেওয়ায় এদিন গ্রেপ্তার করা হল তাঁকে। যদিও এবিষয়ে অভিজিৎ দাসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।