মালদা: সৌন্দর্যের খেতাব মালদার ঝুলিতে। রবিবার ইন্দোরে আয়োজিত মিস ইন্ডিয়া জুনিয়ারের (Miss India Junior) সেকেন্ড রানার আপ হয়ে সিলভার ক্রাউন মাথায় তুলে নিলেন মালদার (Malda) তনয়া অনুষ্কা শংকর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সুন্দরীকে পিছনে ফেলে মিস ইন্ডিয়ার মতো বড় প্ল্যাটফর্মে সেকেন্ড রানার আপ হওয়াকেও বড় সাফল্য বলে মনে করছেন অনুষ্কার মা-বাবা। মঙ্গলবার মালদায় ফিরে আসছে অনুষ্কা বলে জানিয়েছেন বাবা অজয় শংকর।
গত ডিসেম্বরেই জয়পুরে আয়োজিত এফএসএস মিস টিন ফরএভার ইউনিভার্স জিতে মিস ইন্ডিয়া জুনিয়ারে অংশগ্রহণের ছাড়পত্র মিলে অনুষ্কা শংকরের। চলতি মাসের ২ তারিখে সপরিবারে অনুষ্কা পৌঁছে যায় ইন্দোরে। ইউটিউবে পৃথিবীর একাধিক সৌন্দর্য প্রতিযোগিতার অনুষ্ঠান দেখে এবং বিভিন্ন টপ মডেলদের ইন্টারভিউ দেখে প্রস্তুতি নেয় সে। আর তাতেই বাজিমাত। দেশের বিভিন্ন প্রান্তের বাছাই করা ২২ জন সুন্দরীকে পিছনে ফেলে সিলভার ক্রাউন মাথায় উঠেছে তাঁর।
বাবা অজয় শংকর জানান, ‘ফ্যাশন ওয়ার্ল্ডে আসক্তি স্কুল থেকেই। এই জগতে কিছু করার অদম্য জেদ ছিল ওর। সেই চেষ্টাতেই মিস ইন্ডিয়া জুনিয়ারে সিলভার ক্রাউন। আমরা তাঁর জন্য গর্বিত।’
খেতাব জয়ের পর অনুষ্কার কথায়, ‘আমি মিস ইন্ডিয়া জুনিয়ারে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করেছি। এমন প্ল্যাটফর্মে প্রথন তিনে আসাও গর্বের। আমার স্বপ্ন ভবিষ্যতে দেশের টপ মডেল হওয়ার।’