মালদা : দুলাল সরকার ওরফে বাবলা খুনের ঘটনায় ধৃত তৃণমূলের ইংরেজবাজার টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস, এমনই খবর ঘাসফুল শিবির সূত্রের। দলীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের রাজ্য নেতৃত্বের একটি চিঠি ইতিমধ্যে মালদা জেলা নেতৃত্বের কাছে এসে পৌঁছেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঘাসফুল নেতা বলছেন, ‘নরেন্দ্রনাথকে বহিষ্কার সংক্রান্ত একটি চিঠি জেলা নেতৃত্বের কাছে এসেছে। এদিন নিজেদের মধ্যে বৈঠক করে তারপরই অফিসিয়ালি সবকিছু ঘোষণা করা হবে।’
গত ২ জানুয়ারি খুন হন ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল (tmc) কাউন্সিলার তথা ভাইস চেয়ারম্যান দুলাল সরকার ওরফে বাবলা। তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে পুলিশ সেদিনই শামি আক্তার, টিঙ্কু ঘোষ ও মহম্মদ আবদুল গণি নামে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের জেরা করে উঠে আসে আরও দুই সহযোগীর নাম। গ্রেপ্তার করা হয় অভিজিৎ ঘোষ ও অমিত রজক নামে দুই তরুণকে। তদন্তে উঠে আসে, কৃষ্ণ রজক ওরফে রোহন এবং বাবলু যাদবও খুনের ঘটনায় জড়িত।
বুধবার নরেন্দ্রনাথের পাশাপাশি গ্রেপ্তার করা হয় স্বপন শর্মা নামে আরেকজনকে। গোষ্ঠীকোন্দল নাকি পুরোনো শত্রুতার জেরে এই খুন, তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। যদিও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছিলেন, ‘এটা গোষ্ঠীকোন্দলের ঘটনা নয়।’ তবে দলেরই নেতা গ্রেপ্তার হওয়ায় অস্বস্তিতে পড়ে তৃণমূল। তারপরই নরেন্দ্রনাথকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি শুধু সরকারিভাবে ঘোষণা।