রতুয়া: জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত হলেন দুই পক্ষের অন্তত ৬ জন। মালদার (Malda News) রতুয়া (Ratua) থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের কমলপুর গ্রামের ঘটনা। ঘটনায় উভয়পক্ষ রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
কমলপুর গ্রামে প্রায় ৩২ শতক জায়গা ঘিরে স্থানীয় রাজকুমার মহালদার ও উত্তম মহালদারের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এর মধ্যে মঙ্গলবার রাজকুমার মহালদারের বাড়িতে হামলার অভিযোগ উঠল অপর পক্ষের বিরুদ্ধে। লাঠিসোটা এবং ধারাল অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এমনকি বাড়ির একাংশে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ করেছেন রাজকুমারবাবুর পরিবার। ঘটনায় রাজকুমার মহালদার সহ তিনজন রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উত্তম মহালদার। তিনি বলেন, ‘জমির মধ্যে আমাদের ভাগ থাকলেও সেই জমিতে আমাদের কাজ করতে দিচ্ছে না। আমরা বেড়া দিতে গেলে আমাদের মারধর করে। আগুন লাগানোর এবং মারধরের যে অভিযোগ করা হচ্ছে তা একেবারে ভিত্তিহীন। নিজেরাই আগুন ধরিয়ে আমার উপরে দোষ চাপানো হচ্ছে।’ তিনি আরও অভিযোগ করে বলেন, ‘সামনে আমাদের আদালতে হাজিরা রয়েছে। সেখানে হাজিরা দিতে যেন না পারি তার জন্য এই চক্রান্ত করা হচ্ছে।’ উভয়পক্ষের অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ (Ratua Police)।