মালদা: মালদার তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় এখনও দুই মূল পাণ্ডার খোঁজ মেলেনি (Babla Sarkar Murder Case)। এবার তাদের খুঁজতেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করল মালদা জেলা পুলিশ। তাদের ধরিয়ে দিতে বা খোঁজ দিতে পারলেই পুরস্কার (Reward) হিসেবে দুই লক্ষ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
এখনও পর্যন্ত তৃণমূল নেতার (TMC leader) নৃশংস খুনে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে নেমে ধৃতদের জেরা করে উঠে এসেছে আরও দুজনের নাম। পুলিশ সূত্রে খবর, পলাতক দুই অভিযুক্তের নাম রোহন ওরফে কৃষ্ণা রজক (৩০)। বাড়ি ঝলঝলিয়ার রেল কলোনি এলাকায়। অপরজন বাবলু যাদব (৩১)। বাড়ি মহানন্দা কলোনিতে। তাদের ছবি সহ পরিচয়পত্র প্রকাশ করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজ দিতে পারলে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এমনকি তথ্য প্রদানকারীর নামও গোপন রাখা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদার পাইপ (Malda) ফ্যাক্টরি মোড় মানে নিজের খাস তালুকেই আততায়ীদের গুলিতে খুন হন তৃণমূল জেলা সহ সভাপতি বাবলা সরকার। ঘটনার দিনই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সামি আক্তার ও টিংকু ঘোষ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। সামির বাড়ি কাটিহার জেলায়। এরপর হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ শুক্রবার সকালে আবদুল গনি নামে এক যুবককে গ্রেপ্তার করে। যার বাড়ি বিহারের কাটিহার জেলার সালমারি থানা এলাকায়। এরপর অভিজিৎ ঘোষ (১৮) ও অমিত রজক ওরফে অরুণ (২২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। এবার দুই মূল পাণ্ডাকে ধরতে তৎপর পুলিশ।