উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মালদায় (Malda) তৃণমূল (TMC) নেতা দুলাল সরকার ওরফে বাবলা খুনে (Dulal Sarkar Murder Case) আরও বড় মাথা রয়েছে। গ্রেপ্তারির পর বুধবার থানা থেকে বের করার সময় এমনই দাবি করলেন তৃণমূলের ইংরেজবাজার টাউন সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি। নরেন্দ্রনাথ তেওয়ারির এই দাবির সঙ্গে সহমত নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালি সরকারও। তিনি বলেন, ‘পুলিশের ওপর ভরসা আছে। ওরা সবাইকে খুঁজে বের করবে।’ এদিন দুপুরে আদালতে পেশ করতে থানা থেকে নরেন্দ্রনাথকে বের করা হলে তিনি বলেন, ‘আরও বড় মাথা আছে। আমাকে ফাঁসানো হচ্ছে।’
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি খুন হন ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তথা ভাইস চেয়ারম্যান দুলাল সরকার ওরফে বাবলা। তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। মালদার তৃণমূল নেতার মৃত্যুর তদন্তে নেমে মঙ্গলবার নরেন্দ্রনাথকে থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পাকড়াও করা হয় স্বপন শর্মা নামে এক ব্যক্তিকেও। সব মিলিয়ে এখনও পর্যন্ত এই ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় নরেন্দ্রনাথ তেওয়ারির দিকে আঙুল তুলে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর (Krishnendu Narayan Choudhury) দাবি, নরেন্দ্রনাথ আগেই দুলাল সরকারকে হত্যার হুমকি দিয়েছিলেন। এর পেছনে প্রভাবশালী কারও হাত রয়েছে বলে দাবি করেছেন কৃষ্ণেন্দুনারায়ণও। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুলালের খুনের সঙ্গে গোষ্ঠীকোন্দলের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।