জসিমুদ্দিন আহম্মদ, মালদা: গ্রামের টোটো (Toto) শহরে চলতে দেওয়ার দাবিতে আন্দোলনে নামল সিটু (CITU) অনুমোদিত ‘মালদা জেলা ই-রিকশা ড্রাইভার্স অ্যান্ড অপারেটার্স ইউনিয়ন।’ বৃহস্পতিবার দুপুরে গ্রামের শতাধিক টোটোচালক কর্মবিরতির ডাক দেয়। শহরের বৃন্দাবনি ময়দানে টোটো রেখে তারা একটি মিছিল বের করে। মিছিল মালদা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়। সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে অতিরিক্ত জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেন। এদিনের কর্মসূচিতে ছিলেন সংগঠন সম্পাদক নিখিল দাস, সিটু নেতা মিন্টু চৌধুরী, অনুপম গুন, বিশ্বপ্রিয় বিশ্বাস প্রমুখ।
মালদা (Malda) জেলা ই-রিকশা ড্রাইভার্স অ্যান্ড অপারেটার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি মিন্টু চৌধুরী জানান,‘ শহরের যানজটের জন্য টোটোকে দায়ী করা যায় না। শহরের বুকে কোথা থেকে অবৈধ টোটো আসছে, পরিবহণ দপ্তরকে তার জবাব দিতে হবে। কারণ তারাই টোটো বিক্রির অনুমতি দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘শহরে চলাচলের জন্য টোটোর যে তালিকা প্রশাসন তৈরি করেছিল সেখানে শহর আর গ্রাম বলে কিছু ছিল না। এখন যে বৈধ ৩৭০০ টোটোর তালিকা আরটিওর কাছে রয়েছে, সেখানে শহর সংলগ্ন গ্রামের টোটোও ধরা আছে। হঠাৎ করে গ্রাম ও শহরের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে। আমাদের মূল দাবি, শহরের পাশাপাশি গ্রামের টোটোও চলতে দিতে হবে। শহরে চলাচলের জন্য নতুন করে স্টিকার দেওয়া হোক। ধরপাকড়ের নামে ৫ হাজার থেকে ১০ হাজারের বেশি টাকা কোন আইনে নেওয়া হচ্ছে, তার উল্লেখ করতে হবে।’