রাজ্য

Malda | হারের জন্য রহিমকে দায়ী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতা কর্মীদের, শোরগোল মালদায়

সামসীঃ মালদায় শাসকদল এবার লোকসভায় একটিও আসন পায়নি। ভোটের ফলাফলের দিন থেকেই বিষয়টি নিয়ে চলছে কাটাছেঁড়া। দলের একটা বড় অংশ মনে করছেন এই হারের জন্য দায়ী দলের জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যান। এই বাগবিতণ্ডার মাঝেই দলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশিকে কটাক্ষ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এক তৃণমূল কর্মী।

সামসীর বাসিন্দা নাজমুল হক নামে এক তৃণমূলকর্মী সামাজিক মাধ্যমে জেলা সভাপতি আব্দুর রহিম বকশিকে কটাক্ষ করে লিখেছেন, ‘আপনার বাস স্থান রতুয়া বিধানসভায়। সেখানে টিএমসির ৩৫ হাজার ভোট ডাউন কেন? এর উত্তর আপনাকে দিতে হবে।’ এনিয়ে হাজার হাজার কর্মী তাঁর ওপর ক্ষেপে রয়েছেন বলে সাবধান করেন। তিনি আরও লিখেছেন, ‘আপনি মালতীপুরের বিধায়ক অথচ সেখানে টিএমসি ১৫ হাজার ভোটে ডাউন কেন? উত্তর মালদার দিদির সৈনিক হয়ে আপনার কাছে জবাব চাই। এই হার আমাদের কাছে চরম লজ্জার।’

সামসী কলেজের টিএমসিপির প্রাক্তন সভাপতি তথা রতুয়ার উঠতি যুব নেতা মিসবাহুল আলম জেমস দলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশি ও জেলা চেয়ারম্যান বিধায়ক সমর মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে লিখেছেন, ‘রতুয়ার মামা-ভাগ্নে তৃণমূল কংগ্রেস দলটাকে বাপের সম্পত্তি ভেবে নিয়েছিল। সব পদ নিজের বাড়িতে ভরবে। আর হারলে অন্যদের জন্য হেরেছেন।’ তিনি আরও বলেন, ‘জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানের জন্যই এই হার হয়েছে।’

জেলা তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক মহম্মদ ইমরানও সামাজিক মাধ্যমে লিখেছেন, রতুয়ার ভাদো, সামসী, চাঁদমুনি-১ ও ২ এই চারটি পঞ্চায়েত এলাকায় গত পঞ্চায়েত ভোটে ব্যাপক ছাপ্পা মেরেছিল। যার ফল লোকসভা ভোটে পেল। রতুয়ায় দলের চূড়ান্ত বিপর্যয়ের জন্য রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় ও তাঁর চটি চাটা ব্লক সভাপতি অজয় সিনহাকে দায়ী করেন তিনি। তাই মামা-ভাগ্নে হটাও তৃণমূল বাঁচাও।

জেলা সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতি মুশারফ হোসেন সামাজিক মাধ্যমে কোনও রাখঢাক না করেই দলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশি ও জেলা চেয়ারম্যান সম্পর্কে লিখেছেন, এবার লোকসভা ভোটে সারা রাজ্যে যেখানে টিএমসির ঝড় সেখানে মালদায় মামা-ভাগ্নের পরাজয়। মামা-ভাগ্নেকে হটিয়ে তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে দলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশি বলেন, সামাজিক মাধ্যমে কে কী লিখলো তাতে কোন যায় আসে না। তবে জেলায় দল আশানুরূপ ফল করতে পারেনি তার জন্য দলীয়ভাবে পর্যালোচনা করতে হবে। কলকাতা থেকে ফিরে এসে অঞ্চল ও ব্লক নেতাদের নিয়ে বসা হবে। তবে আশা রাখছি ২০২৬ শের বিধানসভা ভোটে দল ভালো ফল করবে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Spoilt food | পচা খাবার পরিবেশন! ২৭৭ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করল বিমান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিমানে পচা খাবার (Spoilt food) পরিবেশন! যাত্রীরা যাতে অসুস্থ না হয়ে…

3 mins ago

Vikrant Massey | ভালবাসেন রবীন্দ্র সংগীত, ঝরঝরে বাংলায় কথা বলে মন জিতলেন ভিক্রান্ত ম্যাসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘সবাই কেমন আছ, বাড়িতে সবাই ভালো তো!’ ঝরঝরে বাংলায় উপস্থিত সকলের…

19 mins ago

Gang rape | নাবালিকাকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ ১০ জনের বিরুদ্ধে, গর্ভবতী কিশোরী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাদক মেশানো পানীয় খাইয়ে ১২ বছরের নাবালিকাকে অপহরণের করে গণধর্ষণের (Gang…

22 mins ago

ত্বকের জেল্লা ফেরাতে মুখে ব্যবহার করতে পারেন কাঁচা হলুদ, রইল টিপস…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ত্বকের জেল্লা বৃদ্ধি করতে কাঁচা হলুদের জুড়ি মেলা ভার। আয়ুর্বেদেও কাঁচা…

29 mins ago

দুপুরের ভোজে ডিম-আলু দিয়ে বানাতে পারেন পাতুরি, জানুন রেসিপি…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাঙালির হেঁশেলে সাধারণত ইলিশ, চিংড়ি, মুরগি বাঁ মাছের তেলের পাতুরি হয়ে…

42 mins ago

Fulbari | অফিস থেকে থেকে তথ্য লোপাটের অভিযোগ, শোরগোল পঞ্চায়েতে

শিলিগুড়ি: গ্রাম পঞ্চায়েত অফিস থেকে তথ্য লোপাটের অভিযোগ। অভিযোগের আঙুল ফুলবাড়ি-১ (Fulbari) গ্রাম পঞ্চায়েত সদ্য…

45 mins ago

This website uses cookies.