সামসী: ভোটার তালিকা সংশোধন অভিযান (SIR) শুরুর প্রথম দিনেই বিতর্ক। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের মাঝেই দেখা যাচ্ছে, বেশ কিছু এলাকায় BLO-দের সঙ্গে থাকছেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন সহ তৃণমূলের একঝাঁক কর্মী।
আর এতেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। নির্বাচন কমিশনে (ECI) অভিযোগ দায়েরের হুশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির (BJP)। বিজেপির উত্তর মালদা জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া রফিকুলবাবু BLO দের প্রভাবিত করছেন। যেটা উনি করতে পারেন না।
রফিকুল হোসেন জানান, একজন প্রকৃত ভোটারের নাম বাদ পড়লে তা মেনে নেওয়া হবে না। সেই কারণেই BLO-দের সাহায্য করতে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝিয়ে দিচ্ছি, কীভাবে ফর্ম পূরণ করতে হবে।

