ডিজিটাল ডেস্কঃ আগামী ২ রা ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হতে চলেছে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে দলে। নির্বাচনের পরিপ্রেক্ষিতে গোয়া সফর শেষে ফিরে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সূত্রের খবর, এই বৈঠকে দিল্লি এবং কলকাতায় কিভাবে তৃণমূল এগোবে তার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। কার্যত তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, যে কোনো রকম বিকৃত প্রচারকে কোনরকমভাবে প্রশ্রয় দেওয়া হবে না। একইসাথে শোনা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধেও বেশ কিছু কড়া পদক্ষেপের পরামর্শ দিয়েছেন। সবমিলিয়ে দলের সাংগঠনিক বৈঠকে এবার মমতা বন্দ্যোপাধ্যায় দলকে আরও কঠোরভাবে এবং সংঘবদ্ধভাবে এগিয়ে চলার বার্তা দেবেন।
অনুব্রতর চিকিৎসা সংক্রান্ত তথ্য জানতে এবার আরটিআই করলেন অনুপম হাজরা
ডিজিটাল ডেস্কঃ গরু পাচার কাণ্ড ও ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে বহুবার তলব করেছে সিবিআই। কিন্তু...
Read more