Thursday, June 1, 2023
HomeBreaking News‘১০০ বছর ধরে চলছে’, গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব মমতা

‘১০০ বছর ধরে চলছে’, গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচিতে বৃহস্পতিবার ইংরেজবাজারের অধিবেশনে যোগ দেন মমতা। সেখানে তিনি জানান, গঙ্গা ভাঙন ১০০ বছর ধরে চলছে। সবাই এসেছে গিয়েছে কিন্তু কিছুই করেনি। অথচ এটা কেন্দ্রের অধীনে। এরপর তিনি জানান, প্রধানমন্ত্রীর কাছে ৭-৮ বার গিয়েছেন। ধুলিয়ান, সামশেরগঞ্জ, ভগবানগোলায় গঙ্গা ভাঙন রোধে কেন্দ্রকে বলা হলেও কিছু দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী জানান, এরা কিছুই দেয় না, শুধু নেয়। আধার কার্ড নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আধার কার্ড না করলে তুমি বিদেশি।’

এজেন্সির ব্যবহার নিয়েও এদিন কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাদের ১ হাজার ছেলেকে আটকে রেখেছে। ভোটের সময় নাকি হিংসা হয়েছে। ইলেকশন কমিশনের হাতে ছিল সবটা। গ্রামে একটা চকোলেট বোমা ফাটালে, ধূপ জ্বালালে এনআইএ পাঠিয়ে দিচ্ছে।” ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দেন মমতা। বলেন, জোয়ার যখন এসেছে, এরা সব জেলা ঘুরে গঙ্গাসাগরে আসবে। তখন দেখা হবে ওদের সঙ্গে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments