উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লন্ডনে শিল্প সম্মেলনের মঞ্চ থেকে বাংলায় বিনিয়োগের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in London)। মঙ্গললবার ভারতীয় সময় সন্ধে সাতটার কিছু পরে লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেলে ১ নম্বর এডওয়ার্ডয়ান হলে শুরু হয় বৈঠক। বৈঠকে মমতার সঙ্গে সব সময় থাকা একঝাঁক বাংলার শিল্পপতি যেমন ছিলেন তেমনি ছিলেন কিছু ব্রিটিশ শিল্পদ্যোগীও। তাদের মধ্যে নজর কাড়ে বর্ষীয়ান ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ শিল্পপতি লর্ড স্বরাজ পলের উপস্থিতিও। চিরাচরিত ঢঙে নিজের বক্তব্যে বাংলাকে শিল্পপতিদের অবশ্য গন্তব্য হিসেবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ব্রিটিশ এয়ারওয়েজের কাছে আর্জি জানান কলকাতা লন্ডন সরাসরি বিমান যোগাযোগের। তিনি বলেন আগে এটা ছিল কিন্তু তাঁরা ক্ষমতায় আসার আগে তা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয় তা তিনি জানেন না। তবে কলকাতা লন্ডন বিমান পরিষেবা শুরু হলে তিনি জ্বালানির দামে ছাড় দেবেন বলেও ঘোষণা করেন মমতা।
মমতার বক্তব্যের আগে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের ভূয়সী প্রশংসা করেন দেশের শিল্পপতিরা। সঞ্জয় বুধিয়ার মতো শিল্পপতি অতীতের বাম সরকারের সঙ্গে তুলনা টেনে এনে বলেন, “বাম আমলের মতো এখন আর ধর্মঘট হয় না, নষ্ট হয় না শ্রমদিবসও।। তাই বাংলাকে বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছি।” আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের ভাইস চেয়ারম্যান শাশ্বত গোয়েঙ্কাও জানান, মুখ্যমন্ত্রী সবসময় শিল্প স্থাপণ নিয়ে প্রচেষ্টায় সামনে থেকে নেতৃত্ব দেন। সবসময় প্রয়োজনে এগিয়ে আসেন তিনি। এবারে মুখ্যমন্ত্রীর সফরে বিশেষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ব্রিটেনে ভারতের দূতাবাস। ব্রিটেনে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী নিজেও উপস্থিত ছিলেন শিল্প বৈঠকে। তিনিও বাংলার শিল্প বান্ধব পরিবেশের কথা তুলে ধরেন।