মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

Mamata Banerjee in London | শিল্প বৈঠক থেকে লন্ডন-কলকাতা বিমান যোগাযোগের আর্জি মমতার, তুলে ধরলেন বাংলাকে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লন্ডনে শিল্প সম্মেলনের মঞ্চ থেকে বাংলায় বিনিয়োগের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in London)। মঙ্গললবার ভারতীয় সময় সন্ধে সাতটার কিছু পরে লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেলে ১ নম্বর এডওয়ার্ডয়ান হলে শুরু হয় বৈঠক। বৈঠকে মমতার সঙ্গে সব সময় থাকা একঝাঁক বাংলার শিল্পপতি যেমন ছিলেন তেমনি ছিলেন কিছু ব্রিটিশ শিল্পদ্যোগীও। তাদের মধ্যে নজর কাড়ে বর্ষীয়ান ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ শিল্পপতি লর্ড স্বরাজ পলের উপস্থিতিও। চিরাচরিত ঢঙে নিজের বক্তব্যে বাংলাকে শিল্পপতিদের অবশ্য গন্তব্য হিসেবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ব্রিটিশ এয়ারওয়েজের কাছে আর্জি জানান কলকাতা লন্ডন সরাসরি বিমান যোগাযোগের। তিনি বলেন আগে এটা ছিল কিন্তু তাঁরা ক্ষমতায় আসার আগে তা বন্ধ  হয়ে যায়। কেন বন্ধ হয় তা তিনি জানেন না। তবে কলকাতা লন্ডন বিমান পরিষেবা শুরু হলে তিনি জ্বালানির দামে ছাড় দেবেন বলেও ঘোষণা করেন মমতা।

মমতার বক্তব্যের আগে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের ভূয়সী প্রশংসা করেন দেশের শিল্পপতিরা। সঞ্জয় বুধিয়ার মতো শিল্পপতি অতীতের বাম সরকারের সঙ্গে তুলনা টেনে এনে বলেন, “বাম আমলের মতো এখন আর ধর্মঘট হয় না, নষ্ট হয় না শ্রমদিবসও।। তাই বাংলাকে বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছি।” আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের ভাইস চেয়ারম্যান শাশ্বত গোয়েঙ্কাও জানান, মুখ্যমন্ত্রী সবসময় শিল্প স্থাপণ নিয়ে প্রচেষ্টায় সামনে থেকে নেতৃত্ব দেন। সবসময় প্রয়োজনে এগিয়ে আসেন তিনি। এবারে মুখ্যমন্ত্রীর সফরে বিশেষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ব্রিটেনে ভারতের দূতাবাস। ব্রিটেনে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী নিজেও উপস্থিত ছিলেন শিল্প বৈঠকে। তিনিও বাংলার শিল্প বান্ধব পরিবেশের কথা তুলে ধরেন।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

J&K Terrorist Attack | সৌদি থেকেই শা’কে কাশ্মীরে যাওয়ার নির্দেশ মোদির, আজই জরুরি বৈঠক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা...

J&K Terrorist Attack | জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটক, ক্ষোভ প্রকাশ ওমর আব্দুল্লার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার...

Militant Attack in Kashmir | কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলা, পহেলগাঁওয়ে গুলিবিদ্ধ ৮

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলা...

Jagdeep Dhankhar | ‘সংসদই সবার উপরে’, ফের মনে করালেন ধনকর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদের উপরে কেউ...