উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খুব একটা ভাল নয় লন্ডনের আবহাওয়া। তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি ঘোরাঘুরি করছে। আকাশ কখনও কখনও মেঘলা। কিন্তু তারই মধ্যে রাস্তায় নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাকিংহ্যাম প্যালেস ও হাইড পার্কে প্রাতর্ভ্রমণ করলেন মুখ্যমন্ত্রী। সোমবার সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনে যাওয়ার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। লন্ডন শহরের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন কেলগ কলেজে আগামী ২৭ তারিখ, বৃহস্পতিবার ভাষণ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। এছাড়াও শিল্প নিয়েও বৈঠক রয়েছে। রাজ্যে শিল্প বিনিয়োগ নিয়ে আসাও মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের অন্যতম লক্ষ্য।
তবে এই ঠাসা কর্মসূচির মধ্যেও প্রাত্যাহিক রুটিনে ছেদ পড়েনি। কলকাতায় থাকলে বাড়িতেই ট্রেডমিলে হাঁটাহাটি করেন মুখ্যমন্ত্রী। জেলা সফরে গেলে প্রাতর্ভমণ মাস্ট। লন্ডনেও তার ব্যতিক্রম হয়নি। সঙ্গী নিরাপত্তারক্ষী ও হাতেগোনা কতিপয় সাংবাদিককে নিয়ে বেড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। কখনও হাঁটাহাটি, কখনও দৌড়। আবার দৌড়তে দৌড়তে কারা দৌড়চ্ছে না তাদের খবরও নেন।